বক্স অফিসে ‘খাদান’ ছবির ঝড় অব্যহত। আর নতুন বছরের শুরুতেই দর্শকদের জন্য বড় চমক এনেছেন সুপারস্টার দেব (Dev)। আসন্ন ছবি ‘রঘু ডাকাত’ (Raghu Dakat)-এর লুক শেয়ার করেছিলেন। নিষ্ঠুর চোখে তীব্র কাঠিন্য ও করাল উপস্থিতি নিয়ে নিজের রূপান্তরিত লুক নজড় কেড়েছিল সকলের। এবার ছবি নিয়ে আরও একটি বড় আপডেট সামনে এসেছে।
দেব নিজেই সোশাল মিডিয়াতে জানিয়ে দিলেন, একেবারে জোরকদমে বসে ‘রঘু ডাকাত’ (Raghu Dakat) খুঁটিনাটি নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। বৃহস্পতিবার ছবির প্রি প্রোডাকশনের কাজের জন্য একটি বৈঠকে অংশ নেন তিনি। সেখানে শুটিং শিডিউল থেকে সেট তৈরি, সব কিছুই নিয়ে আলোচনা হয়েছে।
View this post on Instagram
২০২১ সালে কালীপুজোর আগে ‘রঘু ডাকাত’(Raghu Dakat) ছবির ঘোষণা করেছিলেন দেব (Dev)। ছবির প্রথম লুক শেয়ার করে সেই সময় দেব লিখেছিলেন, “আজ এই নিশি অমাবস্যায় শক্তি আরাধনার এই পুণ্য লগ্নে এক অজানা কাহিনীর উন্মোচন – নীল বিদ্রোহে সামিল হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা রঘু ডাকাত।” তবে সেই ঘোষণা হওয়ার পর থেকে ছবিটি নিয়ে জল্পনা বেড়ে গিয়েছিল। ছবির কাজ আদৌ শুরু হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল বারবার। দীর্ঘ চার বছরের অপেক্ষার পর নতুন বছরের প্রথম দিনে সেই জল্পনার অবসান ঘটিয়েছিল দেব।
View this post on Instagram
এসভিএফ এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের যৌথ প্রযোজনায় নির্মিতব্য এই ছবিটি নিয়ে শুরু হয়েছে প্রস্তুতির কাজ। টলিপাড়ার সূত্র অনুযায়ী, পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় চিত্রনাট্যের কাজ শেষ করেছেন। দেবের সঙ্গে শুটিংয়ের তারিখ নিয়ে কথাবার্তাও চলছে। মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ছবির কিছু দৃশ্য শুটিংয়ের পরিকল্পনা চলছে। জায়গা নির্বাচন ও রেইকি প্রায় শেষ পর্যায়ে। নতুন বছরের শুরুতেই সুপারস্টার দেব পোস্টার প্রকাশ করে জানিয়েছেন পুজোতেই মুক্তি পাবে ‘রঘু ডাকাত’। এই পোস্টার ইতিমধ্যেই ভক্তদের মধ্যে উন্মাদনা সৃষ্টি করেছে
উল্লেখ্য, গত বছর মুক্তি পেয়েছে দেবের (Dev) ‘খাদান’ ছবি । এই ছবিটি ইতিমধ্যেই প্রায় ১৫ কোটির কাছাকাছি আয় করে বক্স অফিসে ঝড় তুলেছে। সেই সাফল্যের রেশ ধরেই ‘রঘু ডাকাত’(Raghu Dakat) -এর কাজ শুরু হওয়ার পথে।
এখন প্রশ্ন হলো, দেবের রঘু ডাকাত কি তার আগের সব চরিত্রকে ছাড়িয়ে যাবে? ২০২৫ সালে যদি ‘রঘু ডাকাত’ মুক্তি পায়, তবে কি তা নতুন এক ইতিহাস রচনা করবে? সময়ই বলবে।