বাংলা সিনেমার পর্দায় ফের রাজা হয়ে উঠেছেন দেব (Dev) ! তার নতুন ছবি ‘খাদান’(Khadan) মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় তুলছে। রিপোর্ট অনুযায়ী, ছবিটি ইতিমধ্যে ৩ কোটির মাইলফলক পেরিয়ে গেছে, যা এক কথায় বিশাল সাফল্য। ‘খাদান’(Khadan) -এর এই সাফল্যকে ঘিরে বাংলা সিনেমার বাজারে নতুন আশা দেখা যাচ্ছে।
ছবির জনপ্রিয়তা নিয়ে যেমন উৎসাহ দেখা যাচ্ছে। তেমনি দেবের ‘খাদান’ (Khadan) মুক্তির পর থেকেই বাংলা সিনেমার বাজারেও এক নতুন দিক দেখা যাচ্ছে। দেব (Dev)নিজেই ছবির প্রযোজক এবং প্রধান চরিত্রে অভিনয় করেছেন। ছবির মুক্তির প্রথম দিন থেকেই সেলুলয়েডে রাজত্ব শুরু করেছে ‘খাদান’ (Khadan) যা অনেকেই ‘অশ্বমেধ ঘোড়া’ হিসেবে চিহ্নিত করছেন।
View this post on Instagram
ছবির সাফল্য দেখে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে, ‘খাদান’(Khadan) -এর গল্প, অভিনয় এবং পরিচালনা সবাইকে মুগ্ধ করেছে। প্রযোজকরা জানিয়েছেন, ছবিটি তৈরিতে মোট খরচ হয়েছিল ৬ কোটি টাকা এবং ছবির মুক্তির প্রথম তিন দিনেই ৩ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। এমন চমকপ্রদ সাফল্য দেখে ফিল্ম বিশেষজ্ঞরা একমত যে, দেবের হাত ধরেই বাংলা সিনেমার বাণিজ্যিক ছবির যুগ ফিরতে চলেছে।
দেব (Dev) তার ছবির সাফল্য নিয়ে বেশ খুশি। সম্প্রতি, দেব কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। সাদামাটা পোশাকে দেবকে মন্দিরে হাত জোড় করে প্রার্থনা করতে দেখা যায়। তার সঙ্গে ছিলেন নায়িকা ইধিকা পাল। দেবের সঙ্গে অন্য কেউ এইদিন মন্দিরে যাননি।
View this post on Instagram
‘খাদান’(Khadan) -এর সাফল্যের সঙ্গে পাল্লা দিয়ে অন্য বাংলা ছবিগুলোও ভালো ব্যবসা করছে। রাজ চক্রবর্তী পরিচালিত ‘সন্তান’(Shontaan)ছবিও প্রতিদিন দ্বিগুণ আয় করছে। এতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অনসূয়া মজুমদার, অহনা দত্তরা। এই ছবিও বক্স অফিসে ভালো সাড়া পাচ্ছে।
এছাড়া, ‘চালচ্চিত্র’ এবং ‘৫ নং স্বপ্নময় লেন’-এর মতো ছবি থেকে ভালো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। ‘চালচ্চিত্র’-এ অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী, রাইমা সেন, স্বস্তিকা দত্ত, তানিকা বসু। অন্যদিকে, ‘৫ নং স্বপ্নময় লেন’-এ রয়েছেন খরাজ মুখোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, চন্দন সেন, অর্জুন চক্রবর্তী, পায়েল মুখোপাধ্যায়সহ এক ঝাঁক নতুন মুখ।