দেব-ইধিকা জুটি ফের বড়পর্দায়, আসছে “রঘু ডাকাত”

ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত “রঘু ডাকাত” মুক্তি পেতে চলেছে পুজোর সময়। দেবের(Dev) অভিনয়ের জাদু আবারও দেখা যাবে রঘু ডাকাতের চরিত্রে। ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন ইধিকা…

dev-idhika-return-jodi-sohini-character-raghudakat

short-samachar

ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত “রঘু ডাকাত” মুক্তি পেতে চলেছে পুজোর সময়। দেবের(Dev) অভিনয়ের জাদু আবারও দেখা যাবে রঘু ডাকাতের চরিত্রে। ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন ইধিকা পাল ও সোহিনী সরকার। “খাদান”-এর সাফল্যের পর এই ছবিটি দেবের ক্যারিয়ারে নতুন এক অধ্যায় হতে চলেছে।

   

ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় প্রথমবার দেব(Dev), ইধিকা পাল এবং সোহিনী সরকারের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন। “খাদান”-এ প্রথমবার একসঙ্গে কাজ করার পর, দেব(Dev) ও ইধিকার জুটি আবারও ফিরছে “রঘু ডাকাত”-এ। তবে সোহিনী সরকারের সঙ্গে দেবের এটি প্রথম কাজ। যদিও দুই নায়িকা কে কোন চরিত্রে দেখা যাবে তা এখনও ঘোষণা হয়নি।

ছোট পর্দা থেকে অভিনয় জীবন শুরু হয়েছিল ইধিকার। এখন বেশিরভাগ মানুষই তাকে “কিশোরী” নামে চেনে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “আমিও সদ্যই জানতে পেরেছি। কোনও ধারণা ছিল না। তবে আমার মনে হয়, এই সুযোগ পেলে আমার জায়গায় অন্য কেউ থাকলেও না বলত না। অথবা দু’বার ভেবেও দেখত না। হঠাৎই এই প্রস্তাব আসে। আমাকে ডাকা হয় এবং জানতে পারি ছবির কথা। যদিও চরিত্র নিয়ে এখনই কিছু বলা বারণ। তবে এটুকু বলতে পারি, এ ছবিও দর্শকের ভাল লাগবে।”

আবার দেবের(Dev) ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে ভীষণ খুশি ইধিকা। অভিনেত্রী আরও বলেন, “আমি খুব খুশি। খুব উত্তেজিত হয়ে পড়েছি। এটাও দেবদার ‘ড্রিম প্রজেক্ট’। সেই ছবিতেও আমাকে ভেবেছে এবং আবার আমাকে বিশ্বাস করেছে, তাই খুশি তো বটেই। দায়িত্ব তো রয়েছেই। আর একটা সুযোগ যখন পেয়েছি, সেটাও খুব ভাল করে করতে হবে।”

“খাদান”-এর ‘কিশোরী’ চরিত্রে অভিনয়ের পরই বিশেষ খ্যাতি অর্জন করেছেন অভিনেত্রী ইধিকা পাল। তিনি হাসতে হাসতে বলেন, “আগে বাংলাদেশে আমার নাম ‘প্রিয়তমা’ হয়ে গিয়েছিল। এখন আমার নামটা বদলে গিয়েছে। এখন যেখানেই যাচ্ছি, সকলে ‘কিশোরী’ বলে ডাকছেন। ভাল লাগছে নতুন নাম পেয়ে।” ইধিকা বলেন, “সোহিনীদির সঙ্গে এই প্রথম কাজ। এর আগে সেই ভাবে কোথাও দেখা হয়নি। তবে সোহিনীদি খুব ভাল। খুবই বন্ধুত্বপূর্ণ আচরণ ওর। আশা করছি, একসঙ্গে কাজ করে আমরা মনে রাখার মতো বহু মুহূর্তের সাক্ষী থাকব।”

ইতিমধ্যেই ‘খাদান’-এর পাশাপাশি ‘রঘু ডাকাত’ নিয়েও কথা বলতে শুরু করেছেন দেব। দেবের কথায়, “২০২৭ -এ বাংলা ছবির বক্স অফিস ৫০ কোটি ছোঁবে। ‘খাদান’ দিয়ে তা অনেকদিন পর শুরু হয়েছে, ‘রঘু ডাকাত’-এর টিজার দেখলে দর্শক তা বিশ্বাস করতে শুরু করবেন। খাদান কেও ছাপিয়ে যাবে এই ছবি।”