সৃজিতের ছবিতে আপত্তি জানিয়ে দেবের “রঘু ডাকাত”-ছবির খলনায়ক অনির্বাণ!

নতুন বছরের শুরুতেই দর্শকদের জন্য বড় চমক এনেছেন সুপারস্টার দেব (Dev)। আসন্ন ছবি ‘রঘু ডাকাত’ (Raghu Dakat)-এর লুক শেয়ার করেছিলেন। নিষ্ঠুর চোখে তীব্র কাঠিন্য ও…

Sure! Here's a SEO-friendly permalink for the article: **dev-anirban-srijit-chere-abar-dever-haat-dhorlen-raghu-dakat-e-kholnayak-hocchen-anirban**

নতুন বছরের শুরুতেই দর্শকদের জন্য বড় চমক এনেছেন সুপারস্টার দেব (Dev)। আসন্ন ছবি ‘রঘু ডাকাত’ (Raghu Dakat)-এর লুক শেয়ার করেছিলেন। নিষ্ঠুর চোখে তীব্র কাঠিন্য ও করাল উপস্থিতি নিয়ে নিজের রূপান্তরিত লুক নজড় কেড়েছিল সকলের। এবার ছবি নিয়ে আরও একটি বড় আপডেট সামনে এসেছে।

‘রঘু ডাকাত’ ছবিটির ঘোষণা করা হয়েছিল ৩ বছরেরও বেশি সময় আগে। ২০২১ সালে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় এই ছবির ঘোষণা হয়েছিল। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৫ এর পুজোয় মুক্তি পেতে চলেছে দেব অভিনীত ছবি “রঘু ডাকাত”।

   

এসভিএফ এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস যৌথ প্রযোজনায় তৈরি হবে “রঘু ডাকাত”। ছবির গল্পটি বাঙালের এক খ্যাতনামা দস্যু রঘু ডাকাতের উপর ভিত্তি করে। দেবকে এই সিনেমায় প্রধান চরিত্র রঘু ডাকাতের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। অভিনেতা ও পরিচালকের জুটি এর আগে “গোলন্দাজ” ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। তবে এই সিনেমার খলনায়কের চরিত্রে কে অভিনয় করবে তা নিয়ে অনেক কানাঘুসো শোনা যাচ্ছে।

সম্প্রতি, দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস প্রযোজিত “বিনোদিনী: একটি নটীর উপাখ্যান” ছবিটি মুক্তির সময় অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya) শুভেচ্ছা জানিয়েছিলেন। জল্পনার সূত্রপাত সেখান থেকেই শুরু হয়। তবে এবার মোক্ষম খবর, “রঘু ডাকাত” ছবিটির পরিচালক-প্রযোজকের সঙ্গে প্রাথমিকস্তরে অনির্বাণের কথা হয়েছে। শোনা যাচ্ছে সিনেমাটিতে অনির্বাণকে হয়তো খলনায়কের চরিত্রে দেখা যেতে পারে।

তবে আগেও এসভিএফ-এর প্রযোজনায় এবং ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় “গোলন্দাজ” ছবিতেও একসঙ্গে দেখা গিয়েছিলো দেব-অনির্বাণেকে(Dev-Anirban)। আর ঘটনাচক্রে এবার ‘রঘুডাকাত’-এর পরিচালক প্রযোজকও একই। নতুন বছরের শুরুতেই ‘রঘু ডাকাত’ লুকে কৌতূহল বাড়িয়েছিলেন টলিউড সুপারস্টার দেব। তার মধ্যে অনির্বাণ-দেবকে একফ্রেমে দেখা যাওয়ার খবর সত্যি হলে সিনেমপ্রেমীদের এই ছবি নিয়ে আগ্রহ আরও কয়েকগুণ বাড়িয়ে দেবে তা বলাই বাহুল্য। যদিও নির্মাতারা এই বিষয়ে এখনই খোলসা করতে চাইছেন না।

সম্প্রতি, সৃজিত মুখোপাধ্যায়ের “সত্যি বলে সত্যি কিছু নেই” ছবির জন্য অনির্বাণকে বেছেছিলেন। অভিনেতা সেই ছবিতে আপত্তি জানান। কানাঘুষোতে শোনা গিয়েছিল ছবিতে বাঘা অভিনেতাদের ভিড়ের হারিয়ে যাওয়ার আশঙ্কাতেই নাকি সরে আসেন অনির্বাণ। তার জায়গায় পরমব্রত চট্যোপাধ্যায়কে দেখা যায় চরিত্রটিতে। এরপর থেকে অনেকেই বলছেন, অনির্বাণ আসলে সৃজিতকে ছেড়ে দেবের হাত ধরেছেন।