দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেতে চলেছে ‘ধূমকেতু’। এই ছবির অন্যতম বিশেষত্ব হল—দশ বছর পর ফের একসঙ্গে পর্দায় ফিরছেন টলিউডের দুই সুপারস্টার দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Dev and Subhashree)। একসময় তাঁদের ব্যক্তিগত সম্পর্কের কারণে চর্চায় ছিলেন তাঁরা, কিন্তু সম্পর্ক ভেঙে যাওয়ার পর দু’জনের মধ্যে বহু বছর কোনো যোগাযোগই ছিল না। এবার ‘ধূমকেতু’-র হাত ধরে আবারও সেই পুরনো জুটিকে পর্দায় দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা।
ছবিটি তৈরি হয়েছিল প্রায় দশ বছর আগে, কিন্তু নানা কারণে তা থেমে ছিল পোস্ট প্রোডাকশনের পর্যায়ে। এবার ২০২৫ সালের ১৪ অগাস্ট সেই বহু প্রতীক্ষিত ছবি হলে আসছে। দেব ও শুভশ্রী—যাঁরা একসময় বাস্তব জীবনেও জুটি ছিলেন—তাঁদের বিচ্ছেদের পরে এই প্রথমবার একসঙ্গে দেখা যাবে স্ক্রিনে। ‘ধূমকেতু’ তাঁদের বিচ্ছেদের আগেই শ্যুট হয়েছিল। এরপর আট-ন’বছর পেরিয়ে গিয়েছে, অথচ তাঁরা একে অপরের সঙ্গে কথা পর্যন্ত বলেননি।
এই প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে দেব জানান, “দশ বছর ধরে কথাই হয়নি। ‘ধূমকেতু’ শেষ হওয়ার পর হয়তো কিছুদিন কথা হয়েছে। তারপর আমরা মুখই দেখিনি বহু বছর। তোমাদের অনুষ্ঠানে (ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড) ওই একটাই মুহূর্ত যখন আমরা হাত মিলিয়েছিলাম কত বছর। না দেখা হয়, না কথা হয়, না আলোচনা হয় কিছু নিয়ে। জানি না। আই ডোন্ট নো…”।
অন্যদিকে, শুভশ্রী একটু আশাবাদী সুরেই জানান, ভবিষ্যতে ফের তাঁদের একসঙ্গে দেখা যেতেই পারে নতুন কোনো প্রোজেক্টে।
‘ধূমকেতু’-র প্রচারে এখন থেকেই জোরকদমে নেমেছে প্রযোজনা সংস্থা। ৪ অগাস্ট কলকাতার নজরুল মঞ্চে একটি বিশেষ ইভেন্টের আয়োজন করা হয়েছে, যেখানে দেব ও শুভশ্রী একসঙ্গে হাজির থাকবেন মঞ্চে। তাঁদের এই বহু প্রতীক্ষিত রিইউনিয়ন দেখার জন্য ভক্তরা কার্যত উন্মাদ। বুকিং খোলার সঙ্গে সঙ্গেই মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে বিনামূল্যে টিকিট। ফলে বহু অনুরাগী হতাশ হয়েছেন, কেউ কেউ আবার প্রতারণার ফাঁদেও পড়েছেন। পাস বিক্রি হচ্ছে ব্ল্যাকেও, এমন খবরও ছড়িয়েছে। এই কারণে ছবির টিম অনুরাগীদের সতর্ক করে দিয়েছে এবং জানিয়েছে, আবার পাস দেওয়ার জন্য বুকিং খোলা হবে।
দর্শকদের উত্তেজনা দেখে স্পষ্ট, ‘ধূমকেতু’ শুধুমাত্র একটি ছবি নয়, বরং বহু স্মৃতিকে ফিরিয়ে আনার একটি সুযোগ। এক দশক আগে টলিউডে যে জুটির রসায়ন জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিল, সেই দেব-শুভশ্রী আবারও একসঙ্গে আসছেন পর্দায়। অনুরাগীরা এখন অপেক্ষা করছেন ১৪ অগাস্টের, যখন তাঁরা দেখতে পাবেন সেই বহু প্রতীক্ষিত সিনেমা এবং হয়তো ভবিষ্যতের জন্য আরও কিছু আশার রশ্মি।
এই মুহূর্তে প্রশ্ন একটাই—‘ধূমকেতু’ হিট হলে কি আবার ফিরবে দেব-শুভশ্রী জুটি? সময়ই দেবে উত্তর।