দেবকে হুমকি? ‘সেন্সর বোর্ডকে চমকানো হচ্ছে’, বিস্ফোরক অভিনেতা

কলকাতা: টলিউডের ইতিহাসে যা আগে কখনও ঘটেনি, ২০২৬-এর শুরুতেই ঠিক তেমনটাই করে দেখালেন মেগাস্টার দেব। দুর্গাপুজোয় মুক্তি পেতে চলা দেব-শুভশ্রী জুটির সপ্তম ছবিকে ঘিরে এখন…

dev accuses of threats

কলকাতা: টলিউডের ইতিহাসে যা আগে কখনও ঘটেনি, ২০২৬-এর শুরুতেই ঠিক তেমনটাই করে দেখালেন মেগাস্টার দেব। দুর্গাপুজোয় মুক্তি পেতে চলা দেব-শুভশ্রী জুটির সপ্তম ছবিকে ঘিরে এখন তুঙ্গে উন্মাদনা। ছবির নাম এখনও চূড়ান্ত না হলেও আপাতত প্রজেক্টটির নাম রাখা হয়েছে ‘দেশু৭’। আর এই ছবিকে ঘিরেই সোমবার এক ঐতিহাসিক ঘোষণা করলেন দেব।

Advertisements

৯ মাস আগে অগ্রিম বুকিং: টলিউডে প্রথম

সাধারণত ছবি মুক্তির কয়েক দিন আগে অগ্রিম বুকিং শুরু হয়। কিন্তু দেব ঘোষণা করেছেন, আগামী ১৬ অক্টোবর দুর্গাপুজোর ষষ্ঠীর দিন সকাল ৭:৩০ মিনিটের শো-এর টিকিট বুকিং এখন থেকেই করা যাবে। ১৯ জানুয়ারি দুপুর ৩টে থেকে ‘বুক মাই শো’-তে এই বুকিং শুরু হতেই ঝড়ের গতিতে সমস্ত টিকিট বিক্রি হয়ে যায়। এই বিশেষ ‘গোল্ড টিকিট’-এ রয়েছে দেব ও শুভশ্রীর নিজস্ব অটোগ্রাফ। দেবের দাবি, “ফার্স্ট ডে ফার্স্ট শো কেবল সিনেমা দেখা নয়, এটি একটি বড় ইভেন্ট হতে চলেছে।”

   

রেকর্ড বুকিংয়ের মাঝেই হুমকির মেঘ dev accuses of threats

সাফল্যের আনন্দ থাকলেও দেবের গলায় শোনা গেল অভিযোগের সুর। এই নজিরবিহীন টিকিট বুকিংয়ের পর থেকেই নাকি তাঁকে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সংবাদমাধ্যমের সামনে দেব বিস্ফোরক দাবি করেন, “সেন্সর বোর্ডকে চমকানো হচ্ছে। বুক মাই শো-কে মেইল পাঠিয়ে বলা হচ্ছে এই প্রক্রিয়া নাকি বেআইনি। এমনকি আমাকেও হুমকি দেওয়া হচ্ছে।” দেবের সাফ কথা, বাংলা ছবির উন্নতির জন্য নেওয়া এই পদক্ষেপ নিয়ে সবার গর্বিত হওয়া উচিত ছিল, কিন্তু কিছু মানুষ পিছন থেকে ক্ষতি করার চেষ্টা করছেন। তিনি আরও জানান, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

চেনা রসায়ন, নতুন চমক

২০০৯ সালে ‘চ্যালেঞ্জ’ ছবি দিয়ে শুরু হয়েছিল দেব-শুভশ্রী জুটির সফর। এরপর ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘খোকাবাবু’-র মতো একের পর এক ব্লকবাস্টার উপহার দিয়েছেন তাঁরা। মাঝখানে দীর্ঘ ১৩ বছরের ব্যবধান এবং ব্যক্তিগত সম্পর্কের টানাপড়েন কাটিয়ে ফের একসঙ্গে ফিরছেন তাঁরা। রোম্যান্স, অ্যাকশন আর রহস্যে ঘেরা এই ছবি নিয়ে শুভশ্রীও দারুণ আত্মবিশ্বাসী।

২০১৬ সালে ‘ধূমকেতু’ ছবির পর তাঁদের আর পর্দায় দেখা যায়নি। এবার ২০২৬-এ ‘দেশু’ ম্যাজিক বক্স অফিসে কতটা লক্ষ্মীলাভ করে, এখন সেটাই দেখার।

Advertisements