বি-টাউনের পাওয়ার দম্পতি দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) এবং রণবীর সিং (Ranveer Singh) এই বছরের সেপ্টেম্বর মাসে প্রথমবারের মতো বাবা-মা হয়েছেন। গণেশ চতুর্থী উপলক্ষে এই দম্পতি ঘর আলো করে এসেছে কন্যা সন্তান। তাদের দেড় মাস লাইমলাইট থেকে দূরে রাখার পর, দীপাবলির শুভক্ষণে মেয়ের প্রথম ছবি এবং নাম প্রকাশ্য আনলেন দীপবীর (Deepika Ranveer Daughter) ।
দীপিকা-রণবীর (Deepika-Ranveer) তাদের আদরের মেয়ের নাম ঘোষণা করেছেন, দুয়া পাড়ুকোন সিং (Dua Padukone Singh)। এর সঙ্গে দুয়ার প্রথম ছবিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে (Deepika Ranveer Daughter) । ছবি দেখে স্পষ্টই বলা যায় দীপিকা (Deepika Padukone) ও রণবীরের (Ranveer Singh) মেয়ের সঙ্গে দিওয়ালি নিশ্চয়ই বিশেষ ছিল।
View this post on Instagram
দম্পতির ছোট্ট রাজকুমারীও ছবিতে একটি ঐতিহ্যবাহী পোশাক পরেছিলেন। ছবিটি দেখে মনে হচ্ছে দেড় মাস বয়সী মেয়েটির পরনে লাল সালোয়ার স্যুট। ছবিতে মেয়ের মুখ দেখাননি দীপিকা(Deepika Padukone)। এতে শুধু তার সুন্দর পা দেখা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই দুয়ার সুন্দর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
দীপিকা(Deepika Padukone) এবং রণবীর (Ranveer Singh) তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তাদের রাজকন্যার নামের অর্থ ব্যাখা করে লিখেছেন, “ডুয়া পাডুকোন সিং | দুয়া দীপিকা সিং ‘ডুয়া’: যার অর্থ প্রার্থনা। কারণ তিনি আমাদের প্রার্থনার উত্তর। আমাদের হৃদয় ভালবাসা এবং কৃতজ্ঞতায় পূর্ণ। দীপিকা এবং রণবীর। ” ছবিতে দীপিকা পাড়ুকোনকে দুয়া ধরে থাকতে দেখা যাচ্ছে (Deepika Ranveer Daughter) । তাদের মুখ দেখা যাচ্ছে না।
অনুরাগীরা মন্তব্য বিভাগে হার্ট ইমোজি দিয়ে ভরিয়েছেন। এক ভক্ত লিখেছেন, “স্বাগতম দুয়া পাড়ুকোন।” “সর্বকালের সেরা সেরা সেরা উপহার,” অন্য একজন ভক্ত লিখেছেন।