থার্ডটি ফাইভ, টোয়েন্ট সিক্স, থার্ডটি ফাইব- র্যাম্প থেকে সেলুলয়েড এই ফিগার মেজারমেন্ট মাস্ট। তার সঙ্গে হতে হবে ডাকসাইটে সুন্দরী। তবেই না হবে সুপার মডেল বা নায়িকা। সমাজের একাংশ মানুষের এখনও এটাই স্টেটমেন্ট। আর এই মানসিতার বশবর্তী হয়ে, অনেক অভিনেত্রী অস্ত্রোপচার করে শরীরের আকারে পরিবর্তন এনেছেন। কারও ঠোঁট বদলেছে, তো কারও নাক। তবে এসব পরামর্শের পাশ দিয়েও হাঁটেননি বলিউডের মাস্তানি Deepika Padukone।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এসে তিনি জানান, ‘ একজন নাকি তাঁকে স্তন প্রতিস্থাপন পরামর্শ দিয়েছিলেন। নায়িকার কথায়, ‘ তখন আমার ১৮ বছর বয়স। ব্যাডমিন্টন খেলোয়াড় ছেড়ে মডেলিং করতে শুরু করেছি। তখন একজন পরামর্শ দিয়েছিলেন বেস্ট ট্রান্সপ্লান্ট। ভাগ্যিস মাথায় বুদ্ধি ছিল, তাই তাঁর কথাটায় পাত্তা দিইনি।’
এদিন দীপিকা আরও বলেন, অভিনয় পেশায় পা দেওয়ার পরে নানান লোকেন নানা মত শুনতে হয়েছে তাঁকে। তারমধ্যে কিছু ভাল কিছু খারাপ। তবে একজন মানুষের কথা না বললেই নয়। যিনি আমাকে সবসময় ভালো পরাপর্শ দিয়েছেন আর দিয়ে আসছেন। তিনি হলেন শাহরুখ খান। উনি একবার বলেছিল, সবসময় তাদের সঙ্গেই যেন কাজ করি, যাদের সঙ্গে কাজ করতে ভাল সময় কাটে। কারণ ছবি তৈরির সময় জীবনের অনেকটা সময় কাটাতে হয়। তাই সুখস্মৃতি আর ভাল অভিজ্ঞতা অর্জন করলেই ভাল লাগবে। সত্যি বলতে আজ আমি কোন পরামর্শকে গুরুত্ব দেবেন, আর কোনটিকে দেবেন না, তা বুঝতে এখন তাঁর সময় লাগে না।’
‘গেহরাইয়াঁ’ কাহিনি দর্শক মনে তেমন দাগ কাটতে পারেনি। তবে দীপিকার অভিনয় প্রশংসা কুড়িয়েছে। এদিকে প্রথমবার হৃতিক রোশনের সঙ্গে জুটি দেখা যাবে দীপিকা। গত বছর হৃতিকের জন্মদিনেই ছবির কথা ঘোষণা করা হয়েছিল। শোনা যাচ্ছে, আগামী ২৬ জানুয়ারি মুক্তি পাবে দীপিকা-হৃতিকর প্রথম ছবি ‘ফাইটার’।