Debchandrima Singha Roy: চাহিদা নেই। ধনী, সফল জীবনসঙ্গী চান না। একজন ভাল মনের মানুষ হলেই যথেষ্ট। এমন কয়েকটি গুণসম্পন্ন মানুষের চাহিদা রয়েছে দেবচন্দ্রিমার জীবনে। অকপটে সে কথা এদিন স্বীকারও করে নিয়েছেন তিনি। সরাসরি জানিয়েছেন প্রেমিককে বাচ্চার মতো করে ভালোবাসতে চান নায়িকা, আগলে রাখতে চান, খাইয়ে দেবেন, ভালোবাসবেন, শুধু ভালোবাসা পেতে ও দিতে জানলেই হবে।
বাংলা সিরিয়ালের এই অন্যতমা শেষ বার ‘সাহেবের চিঠি’তে নায়িকা চিঠির চরিত্রে ফ্যানেদের মনকে গলে ফ্যান বানিয়েছিলেন দেবচন্দ্রিমা। হিন্দি ধারাবাহিকেও কাজে এগোচ্ছেন। হিন্দি ভাষায় কেরিয়ার তৈরির বড় চ্যালেঞ্জটিও তাঁর বেশ মনে ধরেছে। পড়াশোনায় মেধাবী, ইঞ্জিনিয়ারিং পাশ এই অভিনেত্রী অভিনয় কেরিয়ারে দক্ষতার ইঞ্জিনিয়ারিং দেখালেও, জীবনের ইঞ্জিনিয়ারিংয়ে বড়ই একা। বারবার ভালোবাসা এসে কষ্ট দিয়েছে তাঁকে। ভালোবাসার মানুষ নেই। সিঙ্গেল রয়েছেন। তবে ফ্যানেরা বেশ ভালোবাসেন অভিনেত্রীকে। তাঁর প্রেম নিয়ে নেটপাড়ায় কৌতূহল অবিরাম।
এবার সেই কৌতূহলের অবসান ঘটালেন মিষ্টি অভিনেত্রী। তাঁর ভালোবাসার মানুষ হতে গেলে কোন কোন গুণ থাকতে হবে, তা জানিয়ে দিলেন অকপটে। নায়িকার দাবি, ভালো মানের মানুষ হলে, প্রেমিককে খাইয়ে দেবেন। কাজ করতে হবে না। এটাই নাকি দেবচন্দ্রিমার কাছে একমাত্র ভালোবাসার মাপকাঠি। অভিনেত্রীর স্পষ্ট কথায়, ‘আমি প্রচুর কাজ করতে ভালবাসি। আমি তাঁকে খাইয়ে নেব, ঘুরতে নিয়ে যাব, বাচ্চার মতো রেখে দেব। কিন্তু তাঁকে ভাল মানুষ হতেই হবে।’
ভালোবাসার মানুষের চলে যাওয়া নিয়ে অপেক্ষার প্রসঙ্গে একবার নায়িকা বলেছিলেন, কোনও কোনও মানুষ রয়েছেন, যাঁরা জীবনে খুব স্থায়ী জায়গা করে ফেলে, তখন তাঁকে মন থেকে মুছে ফেলা যায় না। তাঁর সঙ্গে কথা বন্ধ হলে অপেক্ষা তো থাকেই। মনে হয়, সে ফিরে কি আর আসবে না?