বদলে যাচ্ছে ‘সর্বজয়া’ নাম, এমনকি দেখা যাবে না দেবশ্রীকেও

debashri-roy

দেবশ্রী রায় সরে যাচ্ছেন ‘সর্বজয়া’ সিরিয়াল থেকে। এমনই খবরে ময় ময় টলিপাড়া। তবে শুধু সিনেপাড়া নয়, এখবর গড়িয়েছে দর্শকদের কাছেও। আর তাতেই হতাশ টেলিপ্রেমীরা। শুরু থেকে দেবশ্রী চমকে সিরিয়ালের টিআরপি হাই। নায়িকা অভিনয়ে বাংলার ঘরে ঘরে জায়গা করে নিয়েছে ‘সর্বজয়া’। আর তাকেই কিনা আর দেখা যাবে না!

খবর কিন্তু এখানেই শেষ নয়! শোনা যাচ্ছে শুধু নায়িকা নয়, বদলে যাচ্ছে ধারাবাহিকের নামও। আর তাতে বেজায় খুশি নাকি লেখক। আর হবেনই বা না কেন। টলিপাড়ার গন্ডি পেরিয়ে তার কাহিনি এবার তেলেগু ও ওড়িয়া সিনে ইন্ডাস্ট্রিতে পা রাখছেন।

   

কি? কিছু বুঝলেন না। আসলে লোকের মুখে মুখে কথার পাখনা লেগেছে। মিঠাই’ বা ‘খড়কুটো’ সিরিয়ালের পর এবার ওড়িয়া এবং তেলুগু রিমেক হচ্ছে জনপ্রিয় এই বাংলা ধারাবাহিক। তাই বাংলার ‘সর্বজয়া’ দেবশ্রীরাই থাকছেন। তবে জি ওড়িয়া চ্যানেল-এর ‘সর্বজয়া হচ্ছেন অনু চৌধুরী। সেই সঙ্গে ধারাবাহিকের নাম পরিবর্তন করে রাখা হচ্ছে ‘সর্বজিতা অনু’

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন