HomeEntertainmentDebadrita Basu: হৃদীশের হাত ধরে পথ চলা শুরু করলেন জয়ী

Debadrita Basu: হৃদীশের হাত ধরে পথ চলা শুরু করলেন জয়ী

- Advertisement -

কখনও ফুটবল হাতে মাঠে তিনি জয়ী। কখনও আবার কৃষ্ণ প্রেমে পাগল মীরা। তিনি দেবাদৃতা বসু। তবে এবার এসব ছেড়ে সংসারে মন দিতে চলেছেন তিনি। অভিনেতা হৃদীশের হাত ধরে শুরু হচ্ছে নতুন পথ চলা। ‘সান বাংলা’র নতুন ধারাবাহিকে দেখা যাবে নতুন এই জুটিকে। প্রযোজনায় সুরিন্দর ফিল্মস। নারীকেন্দ্রিক গল্প। সঙ্গে থাকবে পারিবারিক গল্পের মিশেল। সবরকম উপাদানই থাকছে নতুন কাহিনিতে। সঙ্গে নতুন জুটির রসায়ন।

এর আগে সুরিন্দর ফিল্মসেরই ‘শ্রীকৃষ্ণভক্ত মীরা’ ধারাবাহিকে ‘মীরা’র চরিত্রে দেবাদৃতাকে দেখেছেন দর্শক। এই ধারাবাহিকের হাত ধরে নতুন জুটি উপহার পেয়েছিল বাংলা ধারাবাহিক প্রেমীরা। দেবাদৃতা এবং জয়ী দেবরায়। অন্যদিকে হৃদীশ চৌধুরিকে দর্শকরা দেখেছিল ‘অলৌকিক না লৌকিক’ ধারাবাহিকে। যদিও এখনও চূড়ান্ত কিছু হয়নি।

   
- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular