স্টার কিডদের নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা থাকে বরাবরই, সেটা বলিয়ূড হোক কিংবা টলিয়ুড। সম্প্রতি লাইমলাইটে এসেছেন রাজ (Raj Chakraborty) – শুভ্রশীর আদুরে কন্যা ইয়ালিনি। বুধবার সকালে ছোট্ট ইয়ালিনি হাতে তুলে নিলেন বক্সিং গ্লাভস। ছোট ছোট হাতে বক্সিং পাঞ্ছ দিলেন। আদুরে কন্যার এহেন দুস্টুমি সহ্যও করলেন তার বাবা মা।
বুধবার সকালে এই ছবিই নিজের ইন্সটাগ্রামে শেয়ার করলেন পরিচালক রাজ চক্রবর্তী। নেটিজেনরা এই মিস্টি মুহূর্ত দেখে তাকে আদরে ভরিয়ে দিয়েছেন।
View this post on Instagram
এখনও তার টলমল পা। উঠে দাঁড়াতে পারে না ঠিকভাবে। কিন্তু শেষ পর্যন্ত উঠে দাঁড়ালই। একে একে মায়ের কাছে , তারপর বাবার সঙ্গে বক্সিং খেলায় মাতল মেয়ে। একের পর এক মিষ্টি পাঞ্চ দিতে লাগল। বর্তমানে দুই সন্তানকে নিয়ে সুখের সংসার তারকা দম্পতি।
সম্প্রতি মুক্তি প্রাপ্ত ‘সন্তান’ ছবি নিয়েও পোস্ট করছেন পরিচালক ও তার টিম। এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী ও অনসূয়া মজুমদার। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সোহিনী সেনগুপ্ত, বিশ্বজিৎ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায় সহ আরও অনেকে