Dance Dance Junior: মাশাআল্লাহ সৃজিলার পারফরমেন্সে মুগ্ধ বাংলা

Dance Dance Junior Masha Allah Srjila's performance impressed Bengal

আজকালকার দিনে বাঙালিদের ঘরে ঘরে ধারাবাহিকের পাশাপাশি রিয়ালিটি শো দেখার প্রবণতাও বেশ বেড়ে গিয়েছে। বাংলায় খ্যাতনামা কিছু রিয়ালিটি শোয়ের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য শো হল ‘ ডান্স ডান্স জুনিয়ার (Dance Dance Junior) সিজন থ্রি’।

Advertisements

এই শোতে বিচারকের আসনে রয়েছেন দেব, রুক্মিণী এবং অভিনেত্রী মোনামী। কিন্তু, ডান্স জুনিয়ারে আসতে চলেছে নতুন চমক। সপ্তাহান্তের এই শোতে দেখতে পাওয়া যাবে যারা ভালো পারফরমেন্স করবে তারা পেয়ে যাবে বড় পর্দায় যাবার বড় সুযোগ এবং দেখতে পাওয়া যাবে অভিনেত্রী সৃজিলার অসাধারণ পারফরমেন্স। চলুন জেনে নেয়া যাক অভিনেত্রী থ্রিলার এই রিয়ালিটি শো তে এসে তার কেমন অভিজ্ঞতা হয়েছে।

   

স্টার জলসার পক্ষ থেকে আপলোড করা একটি ফেসবুক ভিডিওয় দেখতে পাওয়া যাচ্ছে সৃজিলার একটি অসাধারণ ডান্স পারফরম্যান্স উপহার দিয়ে দর্শককে এবং এর সাথে অভিনেত্রী বলেন, ” যেসব পারফরম্যান্স আমি এতদিন বাড়িতে বসে দেখতে পারছিলাম, সেগুলো আজকের লাইভ সামনাসামনি বসে দেখতে পাচ্ছি। খুব ভালো লাগলো যে এত ট্যালেন্টেড কিছু বাচ্চাদের মধ্যে আমাদের জাজেস ক্যাপ্টেনরা কাটায়। আমি মনে করি আমি সুবিধাভোগী যে এই দলের এক অংশ হতে পেরেছি। “

Advertisements

এই সবকিছু মধ্যে একটা জিনিস স্পষ্ট যে, অভিনেত্রী ভীষণই উৎসাহিত এবং আনন্দিত এই শোয়ের অংশ হতে পেরে। অভিনেত্রী সৃজিলার অভিনয় জীবন শুরু হয় ২০১৫ সালে উড়িয়া সিনেমার মাধ্যমে। পরবর্তীকালে অভিনেত্রী নজর কাড়ে ২০২১সালে হয়ে যাওয়া স্টারজলসাখ্যাত ‘মন ফাগুন’ ধারাবাহিকের মাধ্যমে।