Dadasaheb Phalke Awards Winners: শ্রেষ্ঠ অভিনেতা-অভিনেত্রী রণবীর-কৃতি, দেখে নিন কাদের ঝুলিতে এল দাদাসাহেব ফালকে

Dadasaheb Phalke Awards Winners

‘৮৩’ ছবির জন্য এবছর দাদাসাহেব ফালকে পেলেন রণবীর সিং। অন্যদিকে ‘মিমি’র সিনেমায় দৌলতে দাদাসাহেব ফালকে এসেছে কৃতি অ্যাননের ঝুলিতে। ছায়াছবির জগতে অনন্য সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার। রবিবার মুম্বইয়ের তাজ ল্যান্ডস এন্ডে অনুষ্ঠিত হল ইন্টারন্যাশনাল দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড 2022। প্রবীণ তারকা আশা পারেখ চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদানের জন্য পুরস্কৃত হন। এছাড়া দেখে নিন কার কার ঝুলিতে এসেছে এসম্মান।

Advertisements

চলচ্চিত্র জগতে অসামান্য অবদান : আশা পারেখ
শ্রেষ্ঠ আন্তর্জাতিক ফিচার ফিল্ম: অ্যারাউন্ড রাউন্ড
শ্রেষ্ঠ পরিচালক : কেন ঘোষ
শ্রেষ্ঠ সিনেম্যাটোগ্রাফার : জয়কৃষ্ণ গুমমাডি
সহায়ক রোলে সেরা অভিনেতা: সতীশ কৌশিক
শ্রেষ্ঠ অভিনেত্রী : লারা দত্ত
নেগেটিভ রোলে শ্রেষ্ঠ অভিনেতা :আয়ূষ শর্মা
জনতার পছন্দে সেরা অভিনেতা: অভিমন্যু দাসানি
জনতার পছন্দে সেরা অভিনেত্রী রাধিকা মদন
সেরা ছবি : শের শাহ
সেরা অভিনেতা : রণবীর সিংহ
সেরা অভিনেত্রী : কৃতি শ্যানন

   
Advertisements