ঘূর্ণিঝড় দানা (Cyclone Dana) ভারতীয় উপকূলে আঘাত হানতে চলেছে এমন খবর শোনা যাচ্ছিল। দানার প্রভাবে সমুদ্রের পরিস্থিতি খুবই বিপজ্জনক হয়ে উঠেছিল এবং সরকারী কর্তৃপক্ষ পর্যটকদের সতর্ক করে দিয়েছিল। তবে, এর মধ্যেও একধিক পর্যটক সৈকতে ধারে অবস্থান করতে দেখা যায়। এই পর্যটকদের সাহসিকতা মীরের (Mir Afsar Ali), নজর কেড়েছে।
সম্প্রতি জনপ্রিয় কমেডিয়ান এবং অভিনেতা মীর আফসার আলী(Mir Afsar Ali) একটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট শেয়ার করেছেন। যেখানে তিনি পর্যটকদের কটাক্ষ করে লিখেছেন, ‘ঘূর্নিঝড় LIVE’ দেখার জন্য দাঁড়িয়ে আছেন, তাঁদের বলি… আপনাদের Clone নয়, cyclone বানিয়ে রাখা উচিত!’ এই পোস্টটি একাধিক নেটিজেন মীরকে সমর্থন করেছেন আবার অনেকে মীরকে ট্রোল করেছেন।
মীরকে (Mir Afsar Ali)সমর্থন করে এক নেটিজেন লেখেন ‘পুজো পরিক্রমা শেষ এবার ঝড় পরিক্রমা করতে বেরিয়েছে এরা’। আরেজন লেখেন, ‘জীবনে সুখ শান্তি যখন ওভারফ্লো হয়ে যায়, তখন এই সখগুলোর উৎপত্তি হয়’
অন্যদিকে মীরকে ট্রোল করে লিখেছেন, ‘আপনি একটা ভাঁড়’ এর পাল্টা জবাবে মীর লেখেন, ‘ওরে কে আছিস?? একটু চা বলে দে!’
প্রসঙ্গত,বৃহস্পতিবার রাত থেকে শুক্রবারের প্রথম প্রহর পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের (Cyclone Dana) প্রভাব পড়েছে উপকূলীয় জেলা ভদ্রক, বালেশ্বরে। প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাতের কারণে এলাকার সাধারণ জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রশাসন (Cyclone Dana) সতর্কতা জারি করেছে এবং জনগণকে নিরাপদে থাকার নির্দেশ দিয়েছে।
মৌসম ভবন সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় (Cyclone Dana) ডানা ঘণ্টায় ১৫ কিমি গতিতে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। এটি ভদ্রক (Cyclone Dana) জেলার ধামরা জেলার ভিটর্কানিকা অঞ্চলের মধ্যে ল্যান্ডফল করেছে। এই সময় বাতাসের গতিবেগ ছিল ১০০ থেকে ১১০ কিমি প্রতি ঘণ্টা। আবহাওয়ার এই অস্বাভাবিক পরিস্থিতি দেখে বিশেষজ্ঞরা জনগণকে সতর্ক থাকতে বলেছেন।