ডিসেম্বর মাসে ‘পুষ্পা 2: দ্য রুল’ ছবির প্রিমিয়ারের সময় তেলেঙ্গানার নিজামবাদ জেলার একটি সিনেমা হলে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় একজন মহিলা নিহত এবং অন্যজন গুরুতর আহত হন। এই ঘটনাটি এখন পুরোপুরি রাজনৈতিক বিতর্কে পরিণত হয়েছে। দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন (Allu Arjun) -এর আচরণ নিয়ে ক্ষুব্ধ তেলেঙ্গানার কংগ্রেস বিধায়ক ভূপতি রেড্ডি (Bhupati Reddy) । তিনি হুঁশিয়ারি দিয়েছেন তেলেঙ্গানায় আল্লু অর্জুনের (Allu Arjun) ছবি চালাতে দেবেন না।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, নিজামবাদের মোপাল মন্ডলের ন্যালকাল গ্রামে একটি জনসভায় ভূপতি রেড্ডি (Bhupati Reddy) দক্ষিণ অভিনেতা আল্লু অর্জুনের (Allu Arjun) বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করে বলেছিলেন, “কংগ্রেস পার্টি চলচ্চিত্র শিল্পের বিরুদ্ধে নয়, তবে আল্লু অর্জুনের ছবি চোরাকারবারিদের উৎসাহ দেয়, এটা মোটেও গ্রহণযোগ্য নয়।”তিনি আরও বলেন, আল্লু অর্জুন সিনেমা প্রিমিয়ারে উপস্থিত থাকলেও পুলিশ তাকে স্ক্রিনিংয়ে যেতে দিতে রাজি হয়নি।
ভূপতি রেড্ডি (Bhupati Reddy) আরও জানান, “আল্লু অর্জুন, তুমি যদি এভাবে আচরণ করতে থাকো, তাহলে আমরা তোমার ছবিগুলো তেলেঙ্গানার সরকারিভাবে চলতে দেব না।” তিনি হুমকি দিয়ে বলেন, “তুমি যদি তোমার কাজ করতে পারো তবে ঠিকমতো করো, নইলে অন্ধ্রপ্রদেশে যাও।”
View this post on Instagram
উল্লেখ্য,‘পুষ্পা 2’ ছবির স্ক্রিনিংয়ের ঘটনায় আল্লু অর্জুনকে (Allu Arjun) ১৩ ডিসেম্বর গ্রেফতার করা হয়েছিল। এরপর, তাকে ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়। তবে, ১৪ ডিসেম্বর, আল্লু অর্জুনকে ৫০,০০০ টাকা ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়। অভিনেতাকে ৪ সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়। এই ঘটনাটি নিয়ে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।