Hawa: অস্কারে যাওয়া বাংলাদেশি ‘হাওয়া’র পশ্চিমবঙ্গে বাণিজ্যিক প্রদর্শন

বাংলাদেশের ছবি হাওয়া (Hawa) বাংলা ভাষার প্রথম ছবি হিসেবে অস্কারের সেরা বিদেশি চলচ্চিত্র বিভাগে ঢুকেছে। উত্তাল বঙ্গোপসাগরের বুকে মৎস্যজীবীদের মাঝে এক রহস্যময়ী বেদেনীকে ঘিরে তুমুল আলোড়ন ফেলা ছবি এবার  কলকাতা সহ পশ্চিমবঙ্গে বাণিজ্যিক মুক্তি (commercial release) পাচ্ছে। যদিও এই ছবি সম্প্রতি নন্দনে বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে দর্শকদের ভিড় টেনে চমক তৈরি করে।

Advertisements

বাংলাদেশের পরিচালক মেজবাউর রহমান সুমনের প্রথম ছবি ‘হাওয়া’। বাংলাদেশের এই চলচ্চিত্রের প্রতি আগ্রহ দেখে এবার এপার বাংলাতেও মুক্তির দিনক্ষণ নিয়ে বিশেষ পরিকল্পনা নিয়েছিল নির্মাতা সংস্থা।

   

সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আগামী ১৬ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে সেই ছবি।  পশ্চিমবঙ্গে ছবি মুক্তির দিন ঢালিউডের একাধিক তারকা উপস্থিত থাকবেন।

Hawa: অস্কারে যাওয়া বাংলাদেশি 'হাওয়া'র পশ্চিমবঙ্গে বাণিজ্যিক প্রদর্শন

হাওয়া : উত্তাল বঙ্গোপসাগরে মাঝিদের মধ্যে এক রহস্যময়ী বেদেনী

ঢালিউড পরিচালক মেজবাউর রহমান সুমন পরিচালিত হাওয়া সিনেমার গল্প মাঝ সমুদ্রে গন্তব্যহীন একটি মাছ ধরার ট্রলার। তাতে আটকে পড়া আটজন মাঝি ও এক রহস্যময় বেদেনী।এই ছবি ঢালিউডে ঝড় তুলেছে। দীর্ঘ সময় পর এত বড় বাণিজ্যিক সফল ছবি আর হয়নি। বাংলাদেশ চলচ্চিত্র তথ্য বলছে, গত ২৯ জুলাই মুক্তি পেয়েছে ‘হাওয়া’।

বাংলাদেশ ছাড়িয়ে হাওয়া মার্কিন যুক্তরাষ্ট্রে তুমুল আলোচিত। ছবির কয়েকটি মুহূর্ত সোশ্যাল সাইটে দেখে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য বাংলাভাষী অঞ্চল যথা অসমের বরাক উপত্যকা ও ত্রিপুরা ও বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালি সমাজে তীব্র আলোচিত হয়।

হাওয়ায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি (বেদেনী), শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান ও বাবলু বোস। 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements