মুম্বাইয়ের কোল্ডপ্লের কন্সার্টে ক্রিস মার্টিনও নিজেকে শাহরুখ খানের (Shah Rukh Khan) প্রশংসা করতে আটকে রাখতে পারেননি। মুম্বাইয়ে কোল্ডপ্লের কনসার্ট চলাকালীন ক্রিস মার্টিন শাহরুখ খানের প্রতি ভালোবাসা প্রকাশ করেন। এই কন্সার্টে আরো অনেক বলিউড সেলিব্রিটিরাও উপস্তিত ছিলেন।
নেটদুনিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে মুম্বাইয়ের কোল্ডপ্লে কনসার্ট এর ভিডিও। কোল্ডপ্লেয়ের দ্বিতীয় দিনের কনসার্টটি আরও বেশি সুন্দর হয়ে উঠেছিল শাহরুখ খানের প্রতি ক্রিস মার্টিন এর ভালোবাসা প্রকাশ করার পর। ১৯শে জানুয়ারি, মুম্বাইয়ে কোল্ডপ্লের কন্সার্টের দ্বিতীয় দিনে, কোল্ডপ্লের লিড গায়ক ক্রিস মার্টিন শাহরুখ খানকে বিশেষভাবে উল্লেখ করেছেন তার কন্সার্টে। ডি পাতিল স্টেডিয়ামে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে আমরা দেখতে পাই যে সারা বিশ্বের সামনে ক্রিস মার্টিন গান শুরু করার আগে বলেছেন “শাহরুখ খান ফরএভার”. এই কথাটায় জনগণ ভীষণভাবে আনন্দ এবং উচ্ছাস প্রকাশ করেছে।
Exclusive: Coldplay in Mumbai Concert ‘Day 2’ – ” Shah Rukh Khan Forever.”#ShahRukhKhan #Coldplay pic.twitter.com/Gtg6qamBWl
— ℣ (@Vamp_Combatant) January 19, 2025
কয়েক হাজার ভক্তরা জোরো হয়েছিল, মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তারা তাদের আনন্দ প্রকাশ করেছে। ক্রিস মার্টিন এবং তার ব্যান্ডের সদস্যরা একের পর এক গান গেয়ে ভক্তদের অবাক করেছে। এখনকার ভাইরাল ভিডিওটি তার একটি ফ্যানপেজ থেকে শেয়ার করা হয়েছে। সেখানে বিভিন্ন ভক্তরা বিভিন্ন মন্তব্য করেছেন। এর আগেও তিনি তার টুইট এর মাধ্যমে শাহরুখ খানের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। ২০১৯ এর একটি টুইটের শেষে মার্টিন লিখেছিলেন “ক্যাপেরনাম সিনেমাটি হয়তো দেখবো। আচ্ছা। যথেষ্ট টুইট হয়ে গেছে এক মাসের জন্য। শাহরুখ খান ফরএভার। লাভ সিএম ” এবং কিং খানও সেই টুইটের রেসপন্স করে লেখেন “নিশ্চই তোমার গান শুনবো যেহেতু তুমি আমার শুনেছ। তোমাকেও ভারতের কিছু গান পাঠাবো। তোমাকে ভালোবাসা এবং সুস্থ স্বাভাবিক জীবন এবং আরো অনেক কিছু।”
ব্রিটিশ রক ব্যান্ডটি এখন ভারতে আছে তাদের কন্সার্টের জন্য যেটা তারা সারা বিশ্ব জুড়ে করবে। ১৮ এবং ১৯শে জানুয়ারির পর আবার ২১শে জানুয়ারী ইন্ডিয়াতে তাদের কনসার্ট আছে। অন্যদিকে কিং খানকে শেষ দেখা গিয়েছিলো জাওয়ান সিনেমাটিতে। এরপর তার পরবর্তী সিনেমা “King” এর শুটিং চলছে। সিদ্ধার্ত আনন্দ হলেন সিনেমাটির পরিচালক। খলনায়কের চরিত্রে অভিষেক বচ্চনকে দেখা যাবে। শোনা যাচ্ছে যে সিনেমাটির শুটিং স্পেন এ হবে।