ক্রিস মার্টিনের কণ্ঠে ভারতীয় সুর! গাইলেন‘মা তুঝে সালাম’

প্রজাতন্ত্র দিবসের দিন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হল জনপ্রিয় ব্যান্ড কোল্ডপ্লের কনসার্ট (Coldplay Concert)। এই বিশেষ দিনে ভক্তদের জন্য এক দারুন উপহার দিলেন ব্যান্ডের…

**Meta Description:** "Coldplay's Chris Martin mesmerized fans at the Ahmedabad concert by singing 'Vande Mataram' and 'Maa Tujhe Salaam' in honor of Republic Day. Watch the viral video as the crowd celebrates this unforgettable moment!"

প্রজাতন্ত্র দিবসের দিন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হল জনপ্রিয় ব্যান্ড কোল্ডপ্লের কনসার্ট (Coldplay Concert)। এই বিশেষ দিনে ভক্তদের জন্য এক দারুন উপহার দিলেন ব্যান্ডের প্রধান ক্রিস মার্টিন (Chris Martin)। কনসার্টে ক্রিস মার্টিন গাইলেন ভারতের জাতীয় গর্বের গান ‘বন্দে মাতরম’ ও ‘মা তুঝে সালাম’। তার সুরেলা কণ্ঠে এই গান দুটি শোনার পর উপস্থিত দর্শকরা মুহুর্মুহু করতালির মাধ্যমে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন।

কনসার্টের পরই ক্রিস মার্টিনের (Chris Martin)গানের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, অত্যন্ত মগ্ন হয়ে ‘বন্দে মাতরম’ পরিবেশন করছেন ক্রিস। দর্শকরা তার সঙ্গে গলা মিলিয়ে গান গাইছেন এবং তাঁকে উল্লাসে উৎসাহিত করছেন। অনেকে এই ভিডিওটি শেয়ার করে ক্রিসের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। একজন নেটিজেন লিখেছেন, “প্রজাতন্ত্র দিবসে ক্রিস মার্টিনের কণ্ঠে বন্দে মাতরম শুনে গর্বিত।”

   

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Disney+ Hotstar (@disneyplushotstar)

কনসার্টে চমক হিসেবে উপস্থিত হয়েছিলেন ভারতীয় ক্রিকেট তারকা জসপ্রিত বুমরাহ। বুমরাহকে দেখে দর্শকদের উচ্ছ্বাস দ্বিগুণ বেড়ে যায়। ক্রিস মার্টিন (Chris Martin) দর্শকদের সঙ্গে বুমরাহকে পরিচয় করিয়ে দেন। পাশাপাশি তার জন্য একটি বিশেষ গান পরিবেশন করেন। গানটির কথা ছিল, “জাসপ্রিত বুমরাহ, আমার সুন্দর ভাই। ক্রিকেটের রন্ধ্রে রন্ধ্রে সেরা বোলার।” গানটির সময় পর্দায় বুমরাহর বোলিংয়ের কিছু দুর্দান্ত মুহূর্ত প্রদর্শিত হয়। ভিডিওতে বুমরাহকে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের স্টাম্প উপড়ে ফেলতে দেখা যায়। এই গানও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। 

Porimoni: খুনের চেষ্টা মামলায় পরীমণির জামিন, স্বস্তি পেল দুই বাংলায় ভক্তরা

কোল্ডপ্লে (Coldplay Concert)তাদের ‘মিউজিক অফ দ্য স্ফিয়ারস’ ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবে ভারতে একাধিক কনসার্ট করেছে। মুম্বাইয়ে ১৮, ১৯ ও ২১ জানুয়ারি তিনটি এবং আহমেদাবাদে ২৫ ও ২৬ জানুয়ারি দুটি কনসার্ট অনুষ্ঠিত হয়। প্রতিটি কনসার্টেই দর্শকদের বিপুল সাড়া মেলে।

কোল্ডপ্লে (Coldplay Concert) তাদের ভারতে সফর শেষ করার পরে এপ্রিলে কোল্ডপ্লে হংকংয়ে পরবর্তী কনসার্টের জন্য প্রস্তুতি নিচ্ছে। সারা বিশ্বে তাদের সুরেলা সংগীত ও ব্যতিক্রমী পরিবেশনা দিয়ে ভক্তদের মনোরঞ্জন করতে ক্রিস মার্টিন ও তার ব্যান্ড অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে। 

মহাকুম্ভের পূর্ণস্নানে গুরু রনধাওয়া, আধ্যাত্মিক যাত্রার ভিডিও ভাইরাল