বক্স অফিসে ‘ছাভা’ ঝড় অব্যাহত, প্রশংসায় ভরালেন প্রধানমন্ত্রী মোদি

গত ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া সিনেমা ‘ছাভা’ (Chhaava) বক্স অফিসে ঝড় তুলেছে। মাত্র ছয় দিনে বিশ্বজুড়ে ২০০ কোটিরও বেশি ব্যবসা করে ফেলেছে এই সিনেমাটি। প্রেমদিবসে…

chhaava-making-waves-throughout-country-pm-modi-shout-out-sambhaji-maharaj

গত ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া সিনেমা ‘ছাভা’ (Chhaava) বক্স অফিসে ঝড় তুলেছে। মাত্র ছয় দিনে বিশ্বজুড়ে ২০০ কোটিরও বেশি ব্যবসা করে ফেলেছে এই সিনেমাটি। প্রেমদিবসে মুক্তি পাওয়া এই ছবি মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে। কেউ ছত্রপতি সম্ভাজি সাজে ঘোড়ার পিঠে চড়ে প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন। আবার কেউ আবার হলের পর্দা ছিঁড়ে উন্মাদনার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। এমনকি দেশের দুই রাজ্যে, মধ্যপ্রদেশ ও গোয়াতে ছবিটি করমুক্ত করা হয়েছে।

এই সিনেমা দেখে ‘ছাভা’ টিমকে প্রশংসায় ভরিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) । ভাষা দিবসে মারাঠা আবেগে শাণ দিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, “গোটা দেশে আলোড়ন ফেলে দিয়েছে এই সিনেমা। মুম্বই-সহ সমগ্র মহারাষ্ট্র, হিন্দি সিনেমাকেও উচ্চস্তরে পৌঁছে দিয়েছে মারাঠি। শিবাজি সাওয়ান্তের মারাঠি উপন্যাসে সম্ভাজি মহারাজের বীরত্বের কাহিনি তুলে ধরা হয়েছিল।”

   

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশও ‘ছাভা’ (Chhaava) ছবিটি করমুক্ত করার আবেদনকে স্বাগত জানিয়েছেন। তিনি ছবির ঐতিহাসিক উপস্থাপনা প্রশংসা করেছেন । ফড়নবিশ আরো বলেন “ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনী নিয়ে খুব ভালো ছবি তৈরি হয়েছে। যদিও আমি ছবিটি দেখিনি, তবে প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে, এতে ইতিহাস বিকৃত করা হয়নি।”

ছবির শুটিং শুরু হওয়ার আগেই ভিকি কৌশল কঠোর পরিশ্রমে লিপ্ত ছিলেন। কখনও ২৫ কিলো ওজন বাড়িয়েছেন। কখনও একমুখ দাঁড়ি রাখতে হয়েছে, আবার শুটিং চলাকালীন একবার মারাত্মক চোটও পান অভিনেতা। গোটা রাত দড়ি দিয়ে বেঁধে রাখার ফলে তার হাত অবশ হয়ে যায়, এবং এক মাস শুটিং থেকে বিরতি নিতে হয়েছিল। তবে ভিকি তাঁর কঠোর পরিশ্রমের ফল পাচ্ছেন, কারণ ‘ছাভা’ তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় ফিল্মি ওপেনিং লাভ করেছে।

সিনেমাটি মুক্তির পরেই বিশেষজ্ঞরা ভবিষ্যদ্বাণী করেছিলেন ‘ছাভা’ (Chhaava) ভিকি কৌশলের কেরিয়ারের সবচেয়ে বড় ওপেনিং হতে চলেছে। সেই ভবিষ্যদ্বাণী সত্যি প্রমাণিত হয়েছে। ৬ দিনে ২৫০ কোটির গণ্ডি পেরিয়ে এই সিনেমা একটি নতুন মাইলফলক সৃষ্টি করেছে। ২০২৫ সালের বলিউডের বক্স অফিসেও একটি বড় ওপেনার হিসেবে নাম লিখিয়েছে।

‘ছাভা’ (Chhaava) শুধু বক্স অফিসে সাফল্য পেয়েছে, বরং দেশজুড়ে এক উন্মাদনা সৃষ্টি করেছে। প্রেক্ষাগৃহে দর্শকরা ভিকি কৌশলের অভিনয়ে মুগ্ধ হয়ে সিনেমাটি দেখতে আসছেন। সিনেমার প্রেক্ষাপট ও শুটিংয়ের মাধ্যমে মারাঠি ইতিহাসকে সঠিকভাবে তুলে ধরা হয়েছে কিছু দর্শক তো পর্দা ছিঁড়ে উন্মাদনার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন।

‘ছাভা’ (Chhaava) ছবি পরিচালনা করেছেন লক্ষ্মণ উতেকর। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে ম্যাডক ফিল্মসের অধীনে দীনেশ বিজন। ছবির মূল কাহিনী মারাঠা রাজা সম্ভাজি মহারাজের জীবনযাত্রার ওপর। এতে ভিকি কৌশল সম্ভাজির চরিত্রে অভিনয় করেছেন। মহারাণী ইউশুবাইয়ের চরিত্রে রশ্মিকা মান্দান্না। আওরঙ্গজেবের চরিত্রে অক্ষয় খান্না অভিনয় করেছেন।

এছাড়াও, ছবিতে সরসেনাপতি হাম্বিরাও মোহিতের ভূমিকায় আশুতোষ রানা এবং সোয়ারাবাইয়ের চরিত্রে দিব্যা দত্তকে দেখা যাবে। ছবির সাউন্ডট্র্যাক এবং স্কোর পরিচালনা করেছেন এককালে অস্কারজয়ী সুরকার এ.আর. রহমান, এবং গানগুলোর কথা লিখেছেন ইরশাদ কামিল।