Tollywood Updates: নতুন বছরে জিৎয়ের ধামাকাদার উপহার

Tollywood jeet

শুরুর দিক থেকেই চলছে এই ট্রেন্ড। অভিনেতা জিৎ বাঙালির সমস্ত পার্বণ উদযাপন করেন তাঁর নতুন ছবির কোনও না কোনও তথ্য দিয়ে। এবছর নববর্ষেও তার অন্যথা হল না। ১৪২৯ বঙ্গাব্দে অনুরাগীদের সামনে এলেন ‘চেঙ্গিজ’ রূপে। চারপাশে উড়ছে টাকার নোট। লম্বা জুলফি। ফ্রেঞ্চকাট দাড়ি। চোখে সানগ্লাস। বাঁ হাতে জ্বলছ চুরুট। গদিতে মোড়া চেয়ারে স্যুটেড বুটেড চেঙ্গিজ শৌখিন।  (Tollywood )

Advertisements

টিজারে জিৎ-এর সঙ্গে জুটিতে বাজি মারল দ্বিতিপ্রিয়া

   
Advertisements

রাজেশ গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবিতে জিতের বিপরীতে দেখা যাবে সুস্মিতা চট্টোপাধ্যায়কে। থাকছেন শতাফ ফিগারও। এছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে বলিউডের রণিত রায়কেও। ছবির প্রযোজনায় করছেন জিৎ, গোপাল মদনানি ও অমিত জুমরানি। ( Tollywood )