অ্যাঞ্জেলার ‘স্বেচ্ছা’ বিদায়, বাম দখলে যাওয়ার সম্ভাবনা জার্মানির

নিউজ ডেস্ক: রাশিয়ায় কমিউনিস্ট পার্টি এবার জনসমর্থন ও সেদেশের সংসদ ‘ডুমা’ তে নিজেদের আসন বাড়িয়ে নিলেও বিরোধী আসনেই থাকল। পূর্বতন সোভিয়েতের শাসক গোষ্ঠীর আচমকা বড়…

Angela Merkel

নিউজ ডেস্ক: রাশিয়ায় কমিউনিস্ট পার্টি এবার জনসমর্থন ও সেদেশের সংসদ ‘ডুমা’ তে নিজেদের আসন বাড়িয়ে নিলেও বিরোধী আসনেই থাকল। পূর্বতন সোভিয়েতের শাসক গোষ্ঠীর আচমকা বড় উত্থানে ধাক্কা লেগেছে শাসক পুতিনের ঘরে।

কিন্তু জার্মানির ভোট নিয়ে বিশ্ব জোড়া বাম শিবির ফের আশাবাদী। জার্মানিতেও জাতীয় নির্বাচন আসন। প্রাক নির্বাচনী যত সমীক্ষা আসছে তাতে স্পষ্ট চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের কুর্সি মেয়াদ শেষ ও তাঁর স্বেচ্ছায় সরে যাওয়ার ধাক্কা লাগছে শাসক দল খ্রিষ্টান ডেমোক্রেটিক ইউনিয়ন অফ জার্মানিতে (ইউনিয়ন শিবির )।

   

বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শক্তিশালী নেতৃত্বের একজন অ্যাঞ্জেলা মার্কেল। সমীক্ষায় দাবি করা হচ্ছে, জার্মানির দখল নিতে পারে ইউরোপের কথা বিশ্বের অন্যতম পুরনো বামপন্থী সমাজতান্ত্রিক দল এসপিডি।

জার্মান সংবাদ মাধ্যম ডয়েচভেল জানাচ্ছে, জনমত সমীক্ষার ফলাফল শেষ পর্যন্ত সত্য প্রমাণিত হলে আগামী সরকারের নেতৃত্ব দিতে চলেছে সামাজিক গণতন্ত্রী এসপিডি দল৷ একেবারে শেষ মুহূর্তে ঘুরে দাঁড়াতে চাইছে বিদায়ী চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের ইউনিয়ন শিবির৷

আসন্ন নির্বাচনে শাসক দল ইউনিয়ন শিবিরের তরফে চ্যান্সেলর পদপ্রার্থী আরমিন লাশেট। তিনি অ্যাঞ্জেলার উত্তরসূরি হিসেবে চিহ্নিত। তাঁর প্রতিদ্বন্দ্বী এসপিডি দলের চ্যান্সেলর পদপ্রার্থী ওলাফ শলৎস। নির্বাচনী সমীক্ষায় শলৎস বেশ খানিকটা এগিয়ে বলেই জানাচ্ছে ডয়েচভেল।

হিটলারের নাৎসি বাহিনি জার্মানির ক্ষমতা দখলের পর বাকি সব রাজনৈতিক দলের মতো কমিউনিস্ট পার্টি ও এসপিডি নিষিদ্ধ হয়। পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে দ্বিখণ্ডিত জার্মানির পূর্বদিকে সোভিয়েত ক্ষমতা থাকে। সেখানে এসপিডি ও কমিউনিস্ট পার্টি এক হয়। পরে জার্মানির একীকরণ হলে দুটি দল বিচ্ছিন্ন হয়। ১৫৮ বছরের পুরনো এসপিডি দল ইউরোপের অন্যতম প্রাচীন বামমনস্ক রাজনৈতিক সংগঠন।