HomeEntertainmentBappi Lahiri: ডিস্কো কিং-এর চলে যাওয়া মেনে নিতে পারছেন না তারকামহল

Bappi Lahiri: ডিস্কো কিং-এর চলে যাওয়া মেনে নিতে পারছেন না তারকামহল

- Advertisement -

প্রথমে লতাজি, সন্ধ্যাদি, আর এখন বাপিদা (Bappi Lahiri)! ধীরে ধীরে সংগীত জগত ফাঁকা হয়ে যাচ্ছে। একের পর এক রথী-মহারথীরা বিদায় নিচ্ছেন। পর পর নক্ষত্রপতনে শোকস্তব্ধ সিনেমহল

ঋতুপর্ণা সেনগুপ্ত: আমার অজস্র ছবিতে তিনি সুর দিয়েছেন। আগামী ছবি ‘লবঙ্গলতা’-তে বাপ্পিদার শিল্পের ছোঁয়া আছে। আমি কোনও দিনও বাপ্পি লাহিড়ি হিসেবে দেখিনি ওঁকে। ছোট থেকেই আমাদের বাড়িতে যাতায়াত ছিল বাপ্পিদার। আমার মাসির পরিবারের সঙ্গে ওঁর পরিবারের ঘনিষ্ঠতা ছিল। মেসোকে বাপ্পিদা ‘গুরু’ হিসেবে মানতেন। সেই থেকেই আমাদের সঙ্গে সম্পর্ক আরও গভীর হয়। একই পরিবার যেন। মানতে কষ্ঠ হচ্ছে বাপ্পি দা আজ নেই।

   

জিৎ গঙ্গোপাধ্যায়: মনটা খুব খারাপ লাগছে খবরটা পাওয়ার পর থেকে। রেকর্ডিং স্টুডিওতেও কত আড্ডা দিতাম, মজা করতাম, সব মনে পড়ছে আজ। আমার সুর করা কোনও গান শুনলেই বাপ্পিদা ফোন করে বলতে দারুণ সুরটা করেছিস। আর সেই ফোনটা আসবে না।

শান্তনু মৈত্র:আর পারছি না। অদ্ভুত প্রাণবন্ত এক মানুষ। যত দিন ছিলেন, যত ক্ষণ ছিলেন, হইহই করে গিয়েছেন। বাপ্পিদাকে খুব কাছ থেকে দেখেছি। আমার প্রতিটি গানের সুর উনি শুনেছেন। সাত সুর ওঁর গলায় যেন বশ মানত। ভারী মিঠে গলা। এ ক্ষতি পূরণ হওয়ার নয়

ঊষা উত্থুপ- আমি মানতেই পারছি না দাদা নেই। এত তাড়াতাড়ি এভাবে চলে গেল বাপিদা। এই সত্যিটা মেনে নেওয়া খুব কঠিন। এই শূন্যতা পূরণ করা যাবে না। আমার সব গান তো বাপিদার জন্যই। বাপিদার থেকে অনেক কিছু পেয়েছি, অনেক কিছু শিখেছি। যেখানেই থাকো ভাল থেকো।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular