কলকাতায় আসছেন ‘সামার অফ ৬৯’-এর ব্রায়ান অ্যাডামস

এই বছর ডিসেম্বরে কলকাতায় আসছেন ব্রায়ান অ্যাডামস (Bryan Adams)। যে সমস্ত শ্রোতারা ইংরেজি রক গানের ভক্ত তাঁদের কাছে ব্রায়ান অ্যাডামস অনেকটা ঈশ্বরের মতো। এর আগে…

Bryan Adams

এই বছর ডিসেম্বরে কলকাতায় আসছেন ব্রায়ান অ্যাডামস (Bryan Adams)। যে সমস্ত শ্রোতারা ইংরেজি রক গানের ভক্ত তাঁদের কাছে ব্রায়ান অ্যাডামস অনেকটা ঈশ্বরের মতো। এর আগে পাঁচ বার ভারতে শো করতে এলেও কখনও কলকাতায় আসেননি কানাডার এই সঙ্গীতশিল্পী। সম্প্রতি অ্যাডামস জানিয়েছিলেন, তিনি তাঁর সঙ্গীত নিয়ে বিশ্ব সফরে বেরোবেন।

ভারতীয় সেনার উর্দিতে ওয়েনাডে সাহায্য পৌঁছতে নামলেন অভিনেতা, চেনেন এঁকে?

   

চলতি বছরের ডিসেম্বর মাসে ব্রায়ান ভারতে আসছেন। ভারত সফরের শুরুই তিনি করবেন কলকাতা থেকে। বস্তুত, প্রথমে ব্রায়ানের সফরসূচিতে কলকাতা ছিল না। ছিল উত্তর-পূর্বাঞ্চলের শহর শিলং। কিন্তু গত ১০ দিন ধরে দড়ি টানাটানির পরে কলকাতায় ব্রায়ানের সফর চূড়ান্ত হয়েছে। ৮ ডিসেম্বর কলকাতার ‘অ্যাকোয়াটিকা’য় ব্রায়ানের শো। কলকাতা ছাড়া ভারতের আরও চারটি শহরে অ্যাডামস ‘সুখের ব্যথা’ দিতে পৌঁছবেন— গুরুগ্রাম, মুম্বই, বেঙ্গালুরু এবং হায়দরাবাদ।

Tom Cruise: প্যারিস অলিম্পিকে স্টান্ট করবেন টম ত্রুজ?

আরও জানা গিয়েছে শোয়ের টিকিটের দাম শুরু হবে ১,৯৬৯ টাকা থেকে । তা যেতে পারে ২০ হাজার টাকা পর্যন্ত। তাঁর আশা, সঙ্গীতপ্রেমী এই শহর ব্রায়ান অ্যাডামসের শো দেখা এবং তাঁকে শোনার সুযোগ ছাড়বে না। অ্যাকোয়াটিকা ভর্তিই থাকবে ডিসেম্বরের ৮ তারিখে। সৃষ্টির মধ্যে রয়েছে ‘সামার অফ ৬৯’, ‘এভরিথিং আই ডু আই ডু ইট ফর ইউ’, ‘রান টু ইউ’-এর মতো গান। মাত্র ২০ বছর বয়সে তাঁর রেকর্ড হওয়া প্রথম গানটি প্রকাশিত হয়।