ব্রাত্য বসুর ‘শেকড়’-এ চঞ্চল- কুণালের অভিনয়ে নতুন চমক

‘হুব্বা’-র পর আবারও ক্যামেরার পিছনে বসতে চলেছেন পরিচালক-মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। তাঁর আগামী ছবি ‘শেকড়’ ইতিমধ্যেই সিনেমাপ্রেমীদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। ‘হুব্বা’ মুক্তির পর…

ব্রাত্য বসুর ‘শেকড়’-এ চঞ্চল- কুণালের অভিনয়ে নতুন চমক

‘হুব্বা’-র পর আবারও ক্যামেরার পিছনে বসতে চলেছেন পরিচালক-মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। তাঁর আগামী ছবি ‘শেকড়’ ইতিমধ্যেই সিনেমাপ্রেমীদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। ‘হুব্বা’ মুক্তির পর থেকে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন ব্রাত্য, তাই স্বাভাবিকভাবেই তাঁর নতুন প্রজেক্ট ঘিরে প্রত্যাশা অনেকটাই বেশি।

‘শেকড়’-এর অন্যতম আকর্ষণ হল ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর অংশগ্রহণ। এছাড়া আরও চমক হিসেবে থাকছেন রাজনীতিক ও সাংবাদিক কুণাল ঘোষ। ‘কর্পূর’-এর পর এটি কুণালের দ্বিতীয় সিনেমা, এবং এখানেও তিনি রাজনীতিক চরিত্রে অভিনয় করবেন, তবে ব্রাত্যের কথায়—“এই ছবির রাজনীতিবিদ খানিকটা মিষ্টি স্বভাবের, আগের ছবির মতন তীক্ষ্ণ নয়।”

   

এই ছবির গল্প তৈরি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্পের অবলম্বনে। ব্রাত্যর মতে, বিভূতিভূষণের সাহিত্য চিরন্তন এবং মানবিকতার গভীর আবেদন বহন করে। পরিচালক বলেন, “বর্তমান সময়ের যে অশান্ত পরিবেশ, তা মানুষের অন্তর্গত আত্মাকে ক্ষয় করছে। শিল্পের মাধ্যমে সেই আত্মার পুনর্জীবন করতে হলে চিরন্তন মানবিকতার কাছেই ফিরতে হবে।”

‘শেকড়’-এর কাহিনী মূলত দুটি গ্রামের এক বৃদ্ধ ও এক বৃদ্ধার জীবনকে কেন্দ্র করে এগোবে। এই দুটি চরিত্রে অভিনয় করছেন সীমা বিশ্বাস ও লোকনাথ দে। লোকনাথের চরিত্রে থাকা বৃদ্ধের ছেলে হিসেবে পর্দায় আসবেন চঞ্চল চৌধুরী, আর তাঁর স্ত্রীর ভূমিকায় থাকছেন পৌলমী বসু। ছবিতে আরও অভিনয় করছেন অম্বরীশ ভট্টাচার্য, ঋদ্ধি সেন, অঙ্গনা রায়, অনসূয়া মজুমদার, অনুজয় চট্টোপাধ্যায় এবং আরেক রাজনৈতিক ব্যক্তিত্ব নারায়ণ গোস্বামী।

Advertisements

প্রযোজনার দায়িত্বে রয়েছেন ফিরদৌসুল হাসান। সংগীত পরিচালনা করছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়, ক্যামেরায় সৌমিক হালদার, পোশাক পরিকল্পনায় সাবর্ণী দাস, মেকআপে সোমনাথ কুণ্ডু, সম্পাদনায় সংলাপ ভৌমিক এবং শিল্প নির্দেশনায় পার্থ মজুমদার।

ছবির শুটিং শুরু হবে সেপ্টেম্বর মাসে বেনারসে। লক্ষ্মীপূজোর পর টানা শুটিং হবে বোলপুরে, এবং বাকি অংশের শুটিং হবে কলকাতায়। সব কিছু ঠিকঠাক থাকলে নতুন বছরের জানুয়ারিতে মুক্তি পাবে ‘শেকড়’।

চঞ্চল চৌধুরী ও কুণাল ঘোষের পাশাপাশি সীমা বিশ্বাসের মতো শক্তিশালী অভিনেত্রীর উপস্থিতি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যভিত্তিক চিত্রনাট্য, এবং ব্রাত্য বসুর সামাজিক বার্তা বহনকারী পরিচালনা—সব মিলিয়ে ‘শেকড়’ ইতিমধ্যেই বাংলা সিনেমার জগতে অন্যতম প্রতীক্ষিত ছবির তালিকায় জায়গা করে নিয়েছে। দর্শকদের আশা, ছবিটি যেমন মানবিকতার বার্তা দেবে, তেমনি গল্প বলার শিল্পে নতুন মাত্রা যোগ করবে।