হাসপাতালে ভর্তি প্রবীণ অভিনেতা টিকু তালসানিয়া, এখন কেমন আছেন?

আশি-নব্বই দশকের হিন্দি সিনেমার অন্যতম পরিচিত মুখ টিকু তালসানিয়া (Tiku Talsania) সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা গেছে প্রবীণ এই অভিনেতা বড় ধরনের হার্ট অ্যাটাকে আক্রান্ত…

Veteran Bollywood actor Tiku Talsania, aged 70, suffered a heart attack and has been admitted to the hospital. Get the latest health update on the actor’s condition.

short-samachar

আশি-নব্বই দশকের হিন্দি সিনেমার অন্যতম পরিচিত মুখ টিকু তালসানিয়া (Tiku Talsania) সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা গেছে প্রবীণ এই অভিনেতা বড় ধরনের হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। খবর ছড়িয়ে পড়ার পর, টিকু তালসানিয়ার ভক্তরা গভীরভাবে চিন্তিত।

   

অভিনেতা টিকু তালসানিয়া ১০ জানুয়ারী শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নিউজ 18-এর প্রতিবেদন অনুসারে, সূত্র প্রকাশ করেছে যে ৭০ বছর বয়সী অভিনেতা বর্তমানে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে এখন পর্যন্ত তার অবস্থা সম্পর্কে তেমন কিছু জানা যায়নি, তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Tikku Talsania (@tikkutalsania)

টিকু তালসানিয়া (Tiku Talsania) ভারতীয় সিনেমার একটি গুরুত্বপূর্ণ অংশ । তিনি তার অসাধারণ কমিক টাইমিং এবং মনোমুগ্ধকর চরিত্রের জন্য পরিচিত। ১৯৮৪ সালে টিভি শো ‘ইয়ে জো হ্যায় জিন্দেগি’ দিয়ে তার অভিনয় জীবন শুরু করেছিলেন টিকু তালসানিয়া । এরপর, ১৯৮৬ সালে ‘পেয়ার কে দো পাল’, ‘দায়িত্ব’ এবং ‘আসলি নকলি’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন টিকু। তার অভিনয় দক্ষতা এবং অনন্য চরিত্রের জন্য তাকে ব্যাপকভাবে প্রশংসা করা হয়।

টিকু তালসানিয়ার (Tiku Talsania) ক্যারিয়ারের অন্যতম উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে সলমন খান ও আমির খানের সঙ্গে ‘আন্দাজ আপনা আপনা’, শাহরুখ খানের ‘দেবদাস’, অক্ষয় কুমারের ‘স্পেশাল ২৬’ এবং টিভি শো ‘উত্তরণ’। তার অভিনীত ‘বোল রাধা বোল’, ‘কুলি নং ১’, ‘রাজা হিন্দুস্তানি’, ‘হিরো নং ১’ এবং ‘বাদে মিয়া ছোটে মিয়া’ ছবিগুলোও দর্শকদের মধ্যে দারুণ জনপ্রিয় ছিল। তার কাজের মাধ্যমে তিনি শুধু বড় পর্দায় নয়, টেলিভিশনেও নিজের বিশেষ স্থান তৈরি করেছেন।