শ্বাসকষ্টে হাসপাতালে ধর্মেন্দ্র, এখন কেমন আছেন তিনি?

বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra) আবারও খবরের শিরোনামে৷ এইবার শারীরিক কারণে। শ্বাসকষ্টজনিত সমস্যার জেরে তাঁকে মুম্বইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অভিনেতাকে আপাতত আইসিইউ-তে রাখা হয়েছে পর্যবেক্ষণের জন্য, তবে তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এবং আশঙ্কার কোনও কারণ নেই।

Advertisements

প্রায় ৯০ বছর বয়সি এই প্রবীণ অভিনেতা শুক্রবার সন্ধ্যায় নিজের শ্বাসকষ্টের সমস্যার কথা জানিয়ে হাসপাতালে যান। চিকিৎসকেরা প্রথমে কিছু প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করেন এবং তারপর তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করেন। হাসপাতালের এক কর্মী জানিয়েছেন, “ধর্মেন্দ্রজি এখন বিশ্রামে আছেন। তাঁর হার্ট রেট, রক্তচাপ, প্রস্রাব নিঃসরণ সবকিছুই স্বাভাবিক রয়েছে। আতঙ্কের কিছু নেই।”

   

এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই তাঁর অসংখ্য ভক্ত ও শুভানুধ্যায়ীরা চিন্তিত হয়ে পড়েন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় প্রার্থনার বন্যা। কেউ লিখেছেন, “আমাদের হি-ম্যান সবসময় শক্তিশালী”, কেউ লিখেছেন, “ধর্ম পাজি, দ্রুত সুস্থ হয়ে ফিরুন পর্দায়।”

এদিকে, কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, ধর্মেন্দ্র ইতিমধ্যেই গত পাঁচ দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে পরিবার বা মুখপাত্রের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। অন্যদিকে, কিছু রিপোর্টে বলা হয়েছে, এটি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই করা হয়েছে এবং ভয় পাওয়ার কিছু নেই।

ধর্মেন্দ্র বলিউডের ইতিহাসে অন্যতম প্রভাবশালী ও জনপ্রিয় অভিনেতা। ‘শোলে’, ‘চুপকে চুপকে’, ‘সত্যকম’, ‘সীতা অউর গীতা’ প্রতিটি ছবিতে তাঁর অভিনয় আজও দর্শকের মনে অম্লান। দীর্ঘ সাত দশকেরও বেশি সময় ধরে তিনি ভারতীয় সিনেমায় নিজের জায়গা ধরে রেখেছেন এক অনন্য শৈলীতে। তাঁর দৃঢ় ব্যক্তিত্ব ও ফিটনেসের জন্যই তাঁকে বলা হয় বলিউডের “হি-ম্যান।”

Advertisements

অভিনেতার ঘনিষ্ঠ মহল জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে ধর্মেন্দ্র নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়ে থাকেন এবং বয়সের ভার থাকা সত্ত্বেও নিজের ফিটনেসের ব্যাপারে অত্যন্ত সচেতন। তিনি প্রায়ই সোশ্যাল মিডিয়ায় নিজের ব্যায়ামের ভিডিও শেয়ার করেন, যা ভক্তদের মধ্যে অনুপ্রেরণা যোগায়।

বর্তমানে তিনি পরিচালক রাজকুমার সন্তোষীর আসন্ন ছবি ‘ইক্কিস’-এ অভিনয় করছেন, যেখানে তিনি নতুন প্রজন্মের অভিনেতাদের সঙ্গে স্ক্রিন ভাগ করছেন। এই ছবির শ্যুটিং শিডিউল সাময়িকভাবে পিছিয়ে দেওয়া হয়েছে তাঁর অসুস্থতার কারণে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, “ধর্মেন্দ্রজি নিয়মিত পর্যবেক্ষণে রয়েছেন। আগামী কয়েক দিনের মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে, যদি সবকিছু ঠিক থাকে।” বর্তমানে ব্রীচ ক্যান্ডি হাসপাতালের বাইরে তাঁর অসংখ্য ভক্ত জড়ো হয়েছেন, যাঁরা প্রার্থনা করছেন প্রিয় অভিনেতার দ্রুত আরোগ্যের জন্য।

ধর্মেন্দ্রর মতো এক কিংবদন্তির অসুস্থতার খবর বলিউড তথা সমগ্র দেশের আবেগে নাড়া দিয়েছে। তবে আশার কথা—চিকিৎসকদের মতে, তাঁর অবস্থা স্থিতিশীল এবং দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলেই আশাবাদী সবাই।