Bollywood: ‘জেডা নেশা’ গানে মেতে ইউটিউব শট থেকে শুরু করে ইনস্টাগ্রাম রিলস

আজ থেকে তিন বছর আগে পাঞ্জাবি ভাষায় তৈরি হয়েছিল একটি গান ‘জেডা নেশা’। বর্তমানে এই গানটি বিশেষত ভারতীয়দের মধ্যে প্রবল জনপ্রিয়তা লাভ করেছেন নেট দুনিয়ার…

Bollywood: 'জেডা নেশা' গানে মেতে ইউটিউব শট থেকে শুরু করে ইনস্টাগ্রাম রিলস

আজ থেকে তিন বছর আগে পাঞ্জাবি ভাষায় তৈরি হয়েছিল একটি গান ‘জেডা নেশা’। বর্তমানে এই গানটি বিশেষত ভারতীয়দের মধ্যে প্রবল জনপ্রিয়তা লাভ করেছেন নেট দুনিয়ার মাধ্যমে। এই গান এতটাই জনপ্রিয়তা লাভ করেছে যে, আয়ুষ্মান খুরানার আসন্ন সিনেমা(Bollywood) ‘এন একশন হিরো’।

https://www.instagram.com/p/Ck-S8bLA7wk/?igshid=MDJmNzVkMjY=

এই সিনেমাতে পুনরায় এই গানে নতুনত্বের ছোঁয়া দিয়ে আবারো তৈরি করে এই সিনেমাতে ব্যবহার করা হয়েছে। এমনকি এই গান দিয়ে ভারতসহ পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষেরা ইনস্টাগ্রাম রীলস থেকে শুরু করে ইউটিউব শর্টস তৈরি করতে মত্ত সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের বিশিষ্ট ব্যক্তিগণেরা। 

Advertisements

অবশেষে মাত্র কয়েকদিন হয়েছে ‘এন অ্যাকশন হিরো’র গানটি মুক্তি পেয়েছে নেট দুনিয়ায়। ক’দিনের মধ্যে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে সিনেমা প্রেমীদের কাছে। ইতিমধ্যে এই গানটি এতই জনপ্রিয়তা লাভ করেছে যে, এই গানের কারিগররা মনে করছেন এই বছরের অন্যতম হিট গান হতে চলেছে এই গানটি। এই সিনেমার গানের ভিডিওতে নাচ করতে দেখতে পাওয়া যাবে ডান্সিং স্টার নোরা ফাতেহি এবং আয়ুষ্মান খুরানাকে। এই গানে নোরার নাচ এক আলাদা মাত্রা যোগ করেছে।