Bollywood Buzz: ধানুশ, নাগার্জুনের সঙ্গে নতুন ছবিতে রশ্মিকা মান্দান্না

বলিউড ( Bollywood) হোক বা দক্ষিণের সিনেমা রশ্মিকা মান্দান্নার সুনাম সর্বত্র। সে তার পরবর্তী প্রজেক্টের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে।

বলিউড ( Bollywood) হোক বা দক্ষিণের সিনেমা রশ্মিকা মান্দান্নার সুনাম সর্বত্র। সে তার পরবর্তী প্রজেক্টের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে। তিনি পরিচালক সেখর কামুলার পরবর্তী সিনেমায় ধানুশ এবং নাগার্জুন আক্কিনেনির সঙ্গে কাজ করবেন বলে আশা করা হচ্ছে।

জানা গিয়েছে, রশ্মিকা মান্দানা ধানুশের বিপরীতে মহিলা প্রধান চরিত্রে অভিনয় করতে চলেছেন। এদিকে ছবিটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন নাগার্জুন আক্কিনেনি। আসন্ন ছবিটি বর্তমানে শিরোনামহীন। তবে খুব শীঘ্রই এই বিষয় প্রকাশে আসতে চলেছে।

   

এই ছবির শুটিং শুরু হবে ডিসেম্বরে। রশ্মিকা মান্দানাকে শেষ দেখা গিয়েছিল সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে মিশন মজনুতে। তাকে পরবর্তীতে দেখা যাবে সন্দীপ রেড্ডির ভাঙ্গাস অ্যানিমেল-এ। এই অ্যাকশন থ্রিলার ছবিতে আরও অভিনয় করেছেন রণবীর কাপুর, অনিল কাপুর এবং ববি দেওল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন