HomeEntertainmentKiara Advani: খোলামেলা পোষাকে উষ্ণতা ছড়াতে ব্যস্ত কিয়ারা

Kiara Advani: খোলামেলা পোষাকে উষ্ণতা ছড়াতে ব্যস্ত কিয়ারা

- Advertisement -

বলিউড সুন্দরীদের মধ্যে অন্যতম কিয়ারা আডবাণী (Bollywood actress Kiara Advani)। ২০১৪ সালে ফুগলি সিনেমার মাধ্যমে তাঁর যাত্রা শুরু। তবে তাঁর জীবনে সাফল্য এনে দেয় এমএস ধনী দ্যি আনটল্ড স্টোরি। সেই সিনেমায় মহেন্দ্র সিং ধোনির স্ত্রী অর্থাৎ সাক্ষীর ভূমিকায় অভিনয় করেন তিনি।

তারপরে অবশ্য আর পিছনে ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন ভক্তদের। তাঁর অভিনয় দক্ষতায় যে সকলেই মুগ্ধ সেটা নতুন করে বলার কিছু নেই। অন্যদিকে সম্প্রতি ভুলভুলাইয়া টুতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন তিনি। আর সেখানেও এসেছে সাফল্য। তবে শুধু অভিনয় নয়, পাশাপাশি নিজের রূপ দিয়ে সহজেই তরুণ প্রজন্মকে বোল্ড করেন অভিনেত্রী।

   

সম্প্রতি তিনি গাঁটছড়া বেঁধেছেন হিন্দি চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সাথে। আর যা নিয়ে কিয়ারা প্রেমীদের মধ্যে ছিল এক বাড়তি উন্মাদনা। ইতিমধ্যেই তাঁরা বিয়ের বেশ কিছু মাস কাটিয়ে ফেলেছেন তাঁদের সম্পর্ক এখনো ঠিক প্রথম দিনের মতই রয়েছে। অন্যদিকে হিন্দি চলচ্চিত্র জগতের পাশাপাশি দক্ষিণ ভারতের বিভিন্ন সিনেমাতেও নিজের অভিনয় দক্ষতার প্রকাশ ঘটেছেন অভিনেত্রী।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by KIARA (@kiaraaliaadvani)

উল্লেখ্য, অভিনয় যখন বাদ দিলেও নিজে সামাজিক মাধ্যম হ্যান্ডেল করতে অভিনেত্রী দক্ষ তা আমরা সকলেই জানি। তিনি তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল এ মাঝেমধ্যে নিজের বিভিন্ন ছবি ভক্তদের সাথে ভাগ করে নেন সম্প্রতি ঠিক সেরকমই ছবি প্রকাশে এসেছে। সেখানে দেখা যাচ্ছে লাল ভেলভেট টাচ খোলামেলা পোশাকে নিজের গ্ল্যামার দেখাচ্ছেন অভিনেত্রী। যা ইতিমধ্যে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে।

#KiaraAdvani #BollywoodActress #AiryClothes #Summer #Fashion

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular