ক্লাস নাইনেই প্রেগন্যান্ট হয়েছিলেন করিনা কাপুর! জানুন বেবোর জীবনের অজানা কেচ্ছা

বলিউডের (Bollywood) চর্চার তালিকায় আগাগোড়াই নাম থেকেছে করিনা কাপুরের (Kareena Kapoor)। নিজের জীবনে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন তিনি। কখনও নিজের কর্মজীবনের কারণে, আবার কখনও নিজের ব্যক্তিগত…

Bollywood actress Kareena Kapoor secret

short-samachar

বলিউডের (Bollywood) চর্চার তালিকায় আগাগোড়াই নাম থেকেছে করিনা কাপুরের (Kareena Kapoor)। নিজের জীবনে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন তিনি। কখনও নিজের কর্মজীবনের কারণে, আবার কখনও নিজের ব্যক্তিগত জীবনের কারণে। আজ চলুন জেনে নেওয়া যাক, করিনার জীবনের অজানা কেচ্ছার কথা। যা নিয়ে একসময় বিপদে পড়তে হয়েছে অভিনেত্রীকে।

   

ঋত্বিকের সঙ্গে প্রেম:
ঋত্বিকের বিয়ের পরে তার সঙ্গে করিনার প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল বলে শোনা যায়। “কাভি খুশি কাভি গাম” ছবির সেট থেকেই দুই তারকার ঘনিষ্ঠতার সূত্রপাত। যদিও করিনা এবং ঋত্বিক দু’জনেই দাবি করতেন তাঁরা শুধুই বন্ধু। কিন্তু বি-টাউনে কান পাতলে এখনও তাঁদের প্রেমের গুঞ্জন শোনা যায়।

শাহিদ কাপুরের সঙ্গে ঘনিষ্ঠতা:
করিনা যে একসময় শাহিদের সঙ্গে প্রেম করতেন তা কারোর অজানা নয়। একসঙ্গে বহু ছবিতে কাজ করেছেন দু’জনে। এমনই একটি সিনেমা হল ‘জব উই মেট’। এই ছবির সেট থেকেই শাহিদ এবং করিনার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ফাঁস হয়ে গিয়েছিল। যা নিয়ে তুমুল চর্চা হয়েছিল সেই সময়।

ক্লাস নাইনেই প্রেগন্যান্ট হয়ে যাওয়া:
করিনার জীবনের অন্যতম বড় কেচ্ছা এটি। শোনা যায়, ক্লাস নাইনে পড়াকালীনই নাকি গর্ভবতী হয়ে পড়েছিলেন তিনি। যা নিয়ে নাকি পরবর্তীকালে প্রচুর জলঘোলা হয়েছিল।

গোপন MMS বিতর্ক:
করিনা কাপুর অভিনীত ‘হিরোইন’ ছবিটি সম্পর্কে অনেকেই জানেন। এই ছবিতে অভিনেত্রীর বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য ছিল। যা পরবর্তীকালে ভিডিওর আকারে ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেখান থেকেই শুরু হয় এই MMS বিতর্ক।

সইফ আলি খানকে বিয়ে:
ডিভোর্সি এবং দুই সন্তানের পিতা সইফ আলি খানের সঙ্গে যখন করিনা সাত পাক ঘোরার সিদ্ধান্ত নেন তখন তুমুল বিতর্ক হয়েছিল। যদিও নিন্দুকদের কথাকে মিথ্যা প্রমাণিত করে এখন চুটিয়ে সংসার করছেন তারা।