Bollywood: তারকাদের ব্যক্তিগত জীবনও বেশিরভাগ সময়ে খোলা পাতার মতোই। সকলের সামনে তা নিয়ে কাটাছেঁড়া হতেই থাকে। তাঁদেরই মধ্যে আবাই যদি সেকালের সুন্দরীদের কোনো স্ক্যান্ডেল সামনে আসে। তাহলে তো আর কোনো কথাই নেই। সম্প্রতি তেমনভাবেই ৪ অভিনেত্রীদের নাম ভাইরাল হচ্ছে, যাঁরা বিয়ের আগে গর্ভবতী হয়েছিলেন। আজকের প্রতিবেদন জানাবে তাঁদের কথা।
নীনা গুপ্তা
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নীনা, বিয়ে না করেই মা হয়েছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট খেলোয়াড় ভিভ রিচার্ডস ছিলেন তাঁর সন্তানের বাবা। লুকোছাপা না করেই নীনা কন্যা মাসাবার জন্ম দেন, এখনও তিনি ‘সিঙ্গল মাদার’।
View this post on Instagram
শ্রীদেবী
বনি কাপুরের সঙ্গে বিয়ে হওয়ার আগেই শ্রীদেবী গর্ভবতী হয়েছিলেন। বিয়ের সময়ে নাকি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন অভিনেত্রী। তিন মাস পরেই জন্ম হয় জাহ্নবী কাপুরের।
View this post on Instagram
নেহা ধুপিয়া
বিয়ের আগেই নেহা সন্তান ধারণ করেছিলেন। সেই কারণেই নেহা ধুপিয়া ও তাঁর প্রেমিক অঙ্গদ বেদী (Angad Bedi) হঠাৎ করেই গোপনে বিয়ে সেরে ফেলেছিলেন।
View this post on Instagram
দিয়া মির্জা
বিয়ের আগেই মা হয়েছেন অভিনেত্রী দিয়া। ব্যবসায়ী বৈভব রেখির সঙ্গে বিয়ের চার মাসের যেতে না যেতেই তিনি ছেলের জন্ম দেন।
View this post on Instagram