Bollywood: বেটিং অ্যাপ মামলায় বড় অ্যাকশন পুলিশের, আটক জনপ্রিয় অভিনেতা

বড় ঘটনা ঘটে গেল দেশে। এবার বিখ্যাত বলিউড (Bollywood) অভিনেতাকে গ্রেফতার করল পুলিশ। এবার অভিনেতা সাহিল খান (Sahil Khan) বিপাকে পড়েছেন। মহাদেব বেটিং অ্যাপ মামলায় তাঁকে আটক করল মুম্বই পুলিশের বিশেষ তদন্তকারী দল। ‘খান, দ্য লায়ন বুক’ অ্যাপ নামে একটি বেটিং অ্যাপের সাথে যুক্ত ছিলেন, যা মহাদেব বেটিং অ্যাপ নেটওয়ার্কেরও অংশ বলে অভিযোগ।

Advertisements

এর আগে এই মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল মুম্বই পুলিশের বিশেষ তদন্তকারী দল। অভিনেতা জামিনের জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে যায়। ছত্তিশগড় থেকে অভিনেতাকে ইতিমধ্যে মুম্বাইয়ে আনা হয়েছে। আটকে রাখা হয়েছে, সেখান থেকে মুম্বইয়ে নিয়ে আসা হচ্ছে। তিনি লোটাস বুক ২৪/৭ নামে একটি বেটিং অ্যাপ ওয়েবসাইটের অংশীদার, যা মহাদেব বেটিং অ্যাপ নেটওয়ার্কের অংশ।

   
Advertisements

অভিনেতার বিরুদ্ধে লায়ন বুক অ্যাপের প্রচার এবং তাদের অনুষ্ঠানে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে। লায়ন বুকের প্রচারের পর পার্টনার হিসেবে লোটাস বুক ২৪/৭ অ্যাপ চালু করেন সাহিল। খুব শীঘ্রই পুলিশ এই মামলায় আরও অনেক বড় পদক্ষেপ নিতে পারে বলে আশঙ্কা। অভিনেতা সাহিল খান তার ফিটনেসের জন্য পরিচিত। ‘এক্সকিউজ মি’, ‘স্টাইল’-এর মতো ছবিতে কাজ করেছেন তিনি। তবে সিনেমায় চমকপ্রদ কিছু করতে পারেননি সাহিল। এরপরই ইন্ডাস্ট্রি ছেড়ে দেন। তারপরে নিজের ফিটনেস যাত্রা শুরু করেন। সাহিল ডিভাইন নিউট্রিশন নামে একটি সংস্থা চালান, যা ফিটনেস সাপ্লিমেন্ট বিক্রি করে।