আবারও অসুস্থতার কারণে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হলো অভিনেতা অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan)। জানা যাচ্ছে, বলিউড সুপারস্টারের অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৬টায় মুম্বইয়ের এই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
হাসপাতাল সূত্রের তরফে জানা যায়, কড়া নিরাপত্তার মধ্যে সকালে বিগ বিকে হাসপাতালে আনা হয়েছে। চিকিৎসার পর তিনি একটি টুইটও করে জানান ‘আপনাদের প্রতি সর্বদা কৃতজ্ঞ।’ অস্ত্রোপচারের পর হাসপাতালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলে তার টুইট থেকে অনুমান করা হচ্ছে।
এর আগে ২০২৩ সালের মার্চ মাসে হায়দরাবাদে ‘প্রোজেক্ট কে’-র শ্যুটিং এর সময় পাঁজরের কার্টিলেজ ভেঙে যায় অভিনেতার । সেই সময় টানা কয়েক মাস তিনি বেড রেস্টে ছিলেন। চোট সঙ্গে নিয়েই ব্লগ ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফ্যানেদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছিলেন সর্বদা।