Juhi Chawla:বলিউড কিরণের জন্মদিনের শুভেচ্ছায় ভেসে যাচ্ছে সোশ্যাল মিডিয়া

আজ বলিউড কিরণের জন্মদিন অর্থাৎ আজ বলিউড অভিনেত্রী জুহি চাওলার(Juhi Chawla) শুভ জন্মদিন। আশির দশকের এই অভিনেত্রী তৎকালীন সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে পরিচিতি ছিল।

এই অভিনেত্রীর অভিনয় যাত্রা শুরু হয় ১৯৮৪ সালে মিস ইন্ডিয়া হবার পর থেকে। ১৯৮৬ সালে জুহি ‘সুলতানাত’ নামক সিনেমায় এক ছোট চরিত্র পাঠ করে অভিনয় জগতে প্রবেশ করেন এরপর ১৯৮৮ সালে আমির খান অভিনীত ‘ কেয়ামত সে কেয়ামত তাক’ সিনেমায় মুখ্য নায়িকার চরিত্রে অভিনয় করে অভিনেত্রী হিসেবে নিজের আত্মপ্রকাশ ঘটান। এরপর থেকে একে একে ভারতের দর্শকদের বহু হিট হিন্দি সিনেমা উপহার দিয়ে এসেছেন।

   

অভিনেত্রী কয়েকটি উল্লেখযোগ্য সিনেমা হল- ডর, হাম হে রাহি পেয়ার কে, ইয়েস বস, ভূতনাথ, দিল হে হিন্দুস্তানি, অর্জুন পন্ডিত, রাজু বান গেয়া জেন্টলম্যান, আন্দাজ আপনা আপনা, গুলাব গ্যাং আরো অনেক। আজকের দিনে রাত বারোটা বাজতে না বাজতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে অভিনেত্রীর ভক্তরা অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা কামনা করছেন। বর্তমানে অভিনেত্রী অভিনয় জগত থেকে দূরে থাকলেও আজও তার সিনেমার গান তেমনটাই জনপ্রিয় রয়েছে ঠিক যেমন ছিল ৮০-৯০ এর দশকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন