Bipasha Basu: কন্যা সন্তানের জন্ম দিলেন বিপাশা

আলিয়া ভট্টর পর বিপাশা বসু (Bipasa Basu) , কন্যা সন্তানের জন্ম দিলেন বিপাশা। করণ সিং গ্রোভার এর সাথে বিয়ে হওয়ার পর এই প্রথম সন্তান এল…

Bipasha Basu: কন্যা সন্তানের জন্ম দিলেন বিপাশা

আলিয়া ভট্টর পর বিপাশা বসু (Bipasa Basu) , কন্যা সন্তানের জন্ম দিলেন বিপাশা। করণ সিং গ্রোভার এর সাথে বিয়ে হওয়ার পর এই প্রথম সন্তান এল তাদের কোলে । 

বসু পরিবারে খুশির জোয়ার বিপাশার কোল আলো করে এলো মা লক্ষ্মী । এই সিজনে অন্তসত্তা অভিনেত্রীদের মধ্যে তিনি ছিলেন একজন। এর আগে অন্তঃসত্ত্বা অবস্থায় তার বেবি বাম্পের ছবি শেয়ার হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। অভিনন্দন জানিয়েছিল বলিউড থেকে টলিউড। বসু এবং গ্রোভার পরিবারের সঙ্গে অপেক্ষা করছিল আমজনতাও শেষ পর্যন্ত অপেক্ষার অবসান ঘটিয়ে জন্ম নিল একরত্তি । 

Advertisements

আজ সকালে সোশ্যাল মিডিয়া মারফত একটি ছবি শেয়ার করেন সদ্য বাবা মা, নীচে ক্যাপশনে মা দেবীর সঙ্গে তুলনা করেন সন্তান কে। ইতিমধ্যেই খবর ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে। প্রচুর মানুষ অভিনন্দন এবং শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছে তাদের কন্যার জন্য।