বলিউডের বিখ্যাত এবং সুন্দরী বাঙালি তারকা বিপাশা বসু (Bipasha Basu)। শুধু শিল্পী হিসাবে নন, তাঁর ব্যক্তিগত জীবনও ছিল তার অনুরাগীদের আলোচ্য বিষয়। বহু নামকরা তারকার পাশে অভিনয় করতে দেখা গেছে তাঁকে। ব্যক্তিগত জীবনে অনেক বিচ্ছেদের সম্মুখীন হয়েছেন তিনি। কিছু বছর বড় পর্দা থেকে খানিকটা অবসর নিয়েছেন অভিনেত্রী। এখন তার বৈবাহিক জীবন আনন্দের সাথেই কাটছে করণের সঙ্গে। কয়েক বছর আগেই তারকা জুটির ঘর এল করে এসেছে কন্যা সন্তান, যার নাম দেবী।
View this post on Instagram
এ বছর বিপাশা তাঁর জন্মদিনের সেরা উপহারটি পেয়েছেন তাঁর ছোট্ট মেয়ে দেবীর থেকে। আসলে এই বিশেষ দিনে অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দুটি রিল শেয়ার করেছেন। শেয়ার করা একটি রীলে দেখা যায় মেয়ে দেবী বসে আছে একটি সমুদ্রতটে, গায়ে হলুদ কালো দোর কাটা জামা আর চোখে সানগ্লাস। জন্মদিন উপলক্ষেই বেড়াতে গিয়েছিলেন বিপাশা ও তাঁর পরিবার।
শাহিদের সঙ্গে জুটি বাঁধবেন তৃপ্তি, কিন্তু কোন ছবিতে?
মেয়ে দেবীকে বিপাশা জিজ্ঞেস করেন জন্মদিন কার? সে সময় দেবী মিষ্টি গলায় জানায় “মায়ের”, ক্যামেরা বন্দি করা হয়।দেবী তার মায়ের জন্য “হ্যাপি বার্থডে” গানও গায়। কিন্তু গানের থেকে বেশি তা কবিতা পড়ার মতোই শোনায়। মা বিপাশার কাছে সেটাই সর্বোচ্ছ পাওনা। অভিনেত্রী ইনস্টাগ্রামে এই সুন্দর মুহূর্তের দুটি ভিডিও শেয়ার করে লিখেছেন, “সবচেয়ে প্রিয় জন্মদিনের উপহার। মায়ের ঘুম ভাঙার সময় থেকেই মেয়ে গাইছে হ্যাপি বার্থ ডে মায়ের জন্য”। সঙ্গে দিয়েছেন ‘ইভিল আই” ও গোলাপি হৃদয়ের এমজি। দিন সকাল থেকেই অনুরাগীরাও শুভেচ্ছা জানিয়েছেন ইনস্টাগ্রাম হ্যান্ডেলে।