ছোট পর্দায় বিল গেটস! ‘কিউঁকি সাস ভি কভি বহু থি’ সিরিয়ালে মাইক্রোসফট কর্তা

Microsoft co-founder Bill Gates will make a virtual appearance in ‘Kyunki Saas Bhi Kabhi Bahu Thi

ভারতীয় টেলিভিশনের ইতিহাসে সম্ভবত প্রথমবারের মতো এক বিশ্বখ্যাত ব্যক্তিত্ব আসছেন জনপ্রিয় ধারাবাহিকের পর্দায়। জানা গিয়েছে, মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ও সমাজসেবক বিল গেটস বিশেষভাবে হাজির হতে চলেছেন ‘কিউঁকি সাস ভি কভি বহু থি’ সিরিয়ালে।

Advertisements

শো-এর সঙ্গে যুক্ত এক সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, আসন্ন ট্র্যাকের পরিণতি ঘটবে এক ভিডিও কলে, যেখানে দেখা যাবে বিল গেটসকে সরাসরি কথোপকথন করতে স্মৃতি ইরানি (তুলসি চরিত্রে অভিনয় করা অভিনেত্রী)-র সঙ্গে। এই বিশেষ পর্বটি তিনটি এপিসোড জুড়ে চলবে।

মূল ফোকাস থাকবে মাতৃত্ব স্বাস্থ্য সচেতনতার ওপর—গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ্য নিয়ে সচেতনতা বৃদ্ধি করা। সমাজের বৃহত্তর অংশের কাছে পৌঁছানোর জন্যই নাকি এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই বিল গেটস তাঁর গেটস ফাউন্ডেশনের মাধ্যমে স্বাস্থ্য, শিক্ষা এবং দারিদ্র্য হ্রাসে কাজ করে আসছেন। এবার ভারতীয় জনপ্রিয় বিনোদনের অন্যতম প্ল্যাটফর্মে তাঁর উপস্থিতি নিঃসন্দেহে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।

Advertisements

সিরিয়ালের টিমের পক্ষ থেকে বলা হয়েছে, “আমরা চাই দর্শক শুধু বিনোদনই না, পাশাপাশি জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো সম্পর্কেও ভাবুক। মাতৃত্ব স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরি করা আজকের দিনে অত্যন্ত প্রয়োজনীয়।”

ভক্তদের কাছে এটি নিঃসন্দেহে এক অনন্য অভিজ্ঞতা হতে চলেছে—যেখানে বিনোদনের সঙ্গে যুক্ত হচ্ছে সামাজিক বার্তা, আর সেটি তুলে ধরবেন বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব বিল গেটস।