Bhool Bhulaiyaa 3: আজকাল, কার্তিক আরিয়ান আসন্ন ছবি ‘ভুল ভুলাইয়া ৩’ নিয়ে আলোচনায় রয়েছেন। মার্চ থেকে শুরু হতে চলেছে এই ছবির শুটিং। আনিস বাজমীর পরিচালনায় নির্মিত এই ছবিটি নিয়ে একটি চমকপ্রদ তথ্য সামনে এসেছে। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ছবির তৃতীয় কিস্তিতে মঞ্জুলিকা চরিত্রে ফিরছেন অভিনেত্রী বিদ্যা বালান।
2007 সালের ছবি ‘ভুল ভুলাইয়া’-তে অক্ষয় কুমারের সঙ্গে মঞ্জুলিকা চরিত্রে দেখা গিয়েছিল বিদ্যা বালানকে। কিন্তু, এর দ্বিতীয় পর্বে, অক্ষয় কুমারকে কার্তিক দ্বারা প্রতিস্থাপিত করা হয়েছিল। একই সঙ্গে বিদ্যা বালানকেও দেখা যায়নি। টাবু এবং কিয়ারা আদভানি ‘ভুল ভুলাইয়া 2’-এ অভিনয় করেছিলেন। এবার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি Bhool Bhulaiyaa 3 আসছে, আলোচনা হচ্ছে এই পর্বে ফিরছেন বিদ্যা বালান।
রিপোর্ট অনুযায়ী, প্রযোজকরা Bhool Bhulaiyaa 3 ‘ভুল ভুলাইয়া 3’-তে বিনোদন বাড়াতে কোনও কসরত ছাড়ছেন না। প্রথম ছবির পর এবার তৃতীয় ছবিতে মঞ্জুলিকা চরিত্রে ফিরছেন বিদ্যা। বিদ্যা বালানকে এই চরিত্রে অভিনয়ের সুযোগ খুবই উচ্ছ্বসিত বলে জানিয়েছেন। তবে ছবিটির প্রধান নায়িকার নাম এখনো প্রকাশ করা হয়নি।
View this post on Instagram
জানা গিয়েছে, ‘ভুল ভুলাইয়া 3’-তে কার্তিক আরিয়ানের সঙ্গে কিয়ারা আদভানির পরিবর্তে দেখা যাবে সারা আলি খানকে (Sara Ali Khan)। তবে ছবির টিম অনেক নাম বিবেচনা করছে বলে খবর। এবং এখনও কোনো নাম চূড়ান্ত হয়নি। ফেব্রুয়ারির মধ্যে Bhool Bhulaiyaa 3 ছবির প্রধান অভিনেত্রীর নাম চূড়ান্ত হবে বলে জানা গিয়েছে।
View this post on Instagram