Bhagyashree: ফের বিয়ের পিঁড়িতে ভাগ্যশ্রী

বধূর বেশে আরও একবার ছাদনাতলায় ভাগ্যশ্রী (Bhagyashree)। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ছড়িয়ে পড়েছে অভিনেত্রীর ‘মালা বদল’-এর একটি ভিডিও। যা দেখে হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সবার…

Bhagyashree

short-samachar

বধূর বেশে আরও একবার ছাদনাতলায় ভাগ্যশ্রী (Bhagyashree)। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ছড়িয়ে পড়েছে অভিনেত্রীর ‘মালা বদল’-এর একটি ভিডিও। যা দেখে হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সবার মুখে একটাই কথা, কাকে বিয়ে করেছেন অভিনেত্রী!

   

চমকে যাওয়ার মতো কিছু ঘটে নি। কারন স্বামী হিমালয়ের সঙ্গে সুখেই ঘরকন্যা করছেন অভিনেত্রী। আসলে নতুন রিয়েলিটি শো আসছে। নাম ‘স্মার্ট জোড়ি’। যেখানে উপস্থিত থাকতে দেখা যাবে বলিউডের একাধিক রিয়েল লাইফ জুটিকে। সম্প্রতি নেট দুনিয়ায় ‘স্মার্ট জোড়ি’ রিয়েলিটি শোয়ের একটি প্রোমো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, স্বামী হিমালয় দাসানি মালা পড়িয়ে দিচ্ছেন ভাগ্যশ্রীর গলায়। আর তারপরই নিজের বিয়ে নিয়ে নানা আবেগপ্রবণ কথা বলতে শোনা যাচ্ছে অভিনেত্রীকে। ভিডিওতে ভাগ্যশ্রী এবং তাঁর স্বামী হিমালয় দাসানি দুজনকেই বিয়ের সাজে দেখা গিয়েছে পোস্ট হওয়া ভিডিওতে।

https://www.instagram.com/reel/Cah5Eb9K6Qf/?utm_source=ig_web_copy_link

ভিডিতে নায়িকা বলেন, ‘খুব রাগ হয় যখন মিডিয়া খবর করে, আমি পালিয়ে বিয়ে করেছি। সত্যিটা হল আমি কখনও পালিয়ে বিয়ে করিনি। হিমালয়ের কথা পরিবারকে জানিয়েছিলাম, তখন বাবা-মা একেবারেই মেনে নেননি। পরিবার নয়তো হিমালয়, দুয়ের মধ্যে কোনও একটিকে বেছে নিতে হত আমাকে। আমি হিমালয়কেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়ে নতুন জীবন করি।’ তিনি আরও বলেন, ‘ আমাদের বিয়েতে কোনও তরফেরই কেউ ছিলেন না। আজও খুব কষ্ঠ হয় সেদিনের কথা মনে পরলে।’ তাই নায়িকার পরিষ্কার কথা, ‘বাবা-মায়ের প্রতি যেমন সন্তানের কর্তব্য থাকে, তেমনি কখনও কখনও বাবা-মায়েদেরও উচিত ছেলেমেয়েদের আশা আকাঙ্খার কথা শোনা। সবারই নিজের জীবন নিজের মতো করে বাঁচার অধিকার থাকে। কেননা জীবনটা তার।

প্রসঙ্গত, ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ হয় ভাগ্যশ্রীর। সলমন খানের বিপরীতে অভিনয় করা এই ছবি দুর্দান্ত সফল হলেও তারপরই হিমালয় দাসানিকে বিয়ে করে ছবির জগত থেকে সরে যান। জানা যায়, পরিবারের অমতে বিয়ে হওয়ার কারণে তাঁরা মন্দিরে গিয়ে বিয়ে করেন। এই জুটির প্রেমকাহিনি দেখা যাবে ‘স্মার্ট জোড়ি’র পর্দায়।