বলি (bollywood) তারকাদের নিয়ে অনুরাগীদের কৌতুহলের শেষ নেই। সেলিব্রিটিদের জীবনে কি ঘটছে, তাদের বেক্তিগত জীবন কেমন কিংবা কোন পোশাকে তাদের কেমন লাগছে, সবটাই এখন চর্চার বিষয়। আর এই চর্চাকে আরো বাড়িয়ে তুলতে বলিউড অভিনেত্রীরাও পিছিয়ে নেই। হট অবতারে আর্বিভূত হয়ে ভক্তদের ঘুম কাড়েন অনেক অভিনেত্রী।
বিকিনি বরাবরই ট্রেন্ডিং লিস্টে থাকে। বলি ডিভাদের অনেককেই বিকিনিতে দেখে চোখ ফেরাতে পারেননা দর্শকমহল। এরকমই কিছু বলি সুন্দরীদের চিনে নিন যারা কমলা বিকিনিতে আগুন ছড়িয়েছেন নেট দুনিয়ায়।
আলিয়া ভাট: আলিয়াকে নিয়ে সর্বদাই চর্চা চলতেই থাকে। রণবীর পত্নীর কমলা বিকিনির লুক ভক্তদের রাতের ঘুম কেড়েছে। হানিমুনে গিয়ে আলিয়ার নো মেক আপ লুকে এই কমলা বিকিনি লুক সত্যিই আরও সুন্দরী করে তুলেছে তাকে।
ক্যাটরিনা: ক্যাটরিনার হট ফিগার বরাবরই চর্চার শীর্ষে থাকে। বলিউডের হট অভিনেত্রীদের মধ্যে ক্যাটরিনার নাম কিন্তু থাকবেই। বহু সিনেমাতেই তাকে বিকিনিতে দেখা গেছে। তবে সিদ্ধার্থ মালহোত্রার সাথে “বার বার দেখো” সিনেমায় ক্যাটরিনার কমলা বিকিনি লুক বিশেষ ভাবে নজর কেড়েছিল।
অনুষ্কা শর্মা: অভিনেত্রী তথা বিরাট পত্নী অনুষ্কা সর্বদাই লাইম লাইটে থাকেন। বিয়ের পরে এমনকি মা হওয়ার পরেও একটুও শারীরিক পরিবর্তন হয়নি তার। ফিগার বরাবরের মতো মেইনটেইন করেছেন তিনি। আর সমুদ্রের সৈকতে তার এই কমলা বিকিনি লুকে নজরকাড়া হয়ে রয়েছেন অনুষ্কা।
দীপিকা পাড়ুকোন: দীপিকা বলিউডের সবচেয়ে চর্চিত অভিনেত্রীদের মধ্যে একজন। নিজের ফিটনেস আর সৌন্দর্যে দর্শকদের চোখে নজরকাড়া তিনি। হট অবতারে কমলা বিকিনি লুকে দীপিকা সাড়া ফেলে দিয়েছেন নেট মাধ্যমে।
সারা আলী খান: পাতৌদি রাজকন্যা তথা অভিনেত্রী সারা আলী খানকে দর্শকরা সবরকম পোশাকেই দেখেছেন। সারা নিজে জানিয়েছেন তিনি খুবই লো মেন্টেনেন্স। তবে সি বীচে সারাকে কমলা বিকিনিতে দেখে চোখ ফেরাতে পারছেননা অনুরাগীরা।
মালাইকা অরোরা: মালাইকা তার পোশাক এবং বেক্তিগত জীবন নিয়ে সবসময় চর্চার শিখরে থাকেন। এত বয়েসেও নিজের ফিটনেস দারুণভাবে ধরে রেখেছেন অভিনেত্রী। তার এই কমলা বিকিনি লুক আরও সুন্দরী করে তুলেছে।