HomeEntertainmentIsha Saha: 'সহবাসে'র ছবি নিয়ে বিতর্কে ইশা

Isha Saha: ‘সহবাসে’র ছবি নিয়ে বিতর্কে ইশা

- Advertisement -

প্রি-ওয়েডিং শ্যুটের মতো সম্পর্কের নতুন ট্রান্ড ‘লিভইন’। যার বাংলা অর্থ করলে দাঁড়ায় ‘সহবাস’। সাতপাকে বাঁধা পরার আগে সম্পর্কের বাঁধনকে ঝালিয়ে দেখতে একে-ওপরের সঙ্গে এক ছাদের তলায় বসবাস। অভিনেত্রী ইশা সাহার (Isha Saha) এই ‘সহবাসে’-এর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পরই বিতর্কে জড়িয়েছেন নায়িকা।

অঞ্জন কাঞ্জিলাল এর নতুন ছবি ‘সহবাসে’। আধুনিক জগতের ছোঁয়া লাগা এই গল্পের নাম, ‘সহবাসে’। যেখানে অভিনয় করছেন ইশা সাহা। সম্প্রতি সামনে এসেছে এই ছবির পোস্টার। যেখানে অফ শোলডারে নজর কেড়েছেন নায়িকা। আর তার কাঁধে হাত দিয়ে রয়েছেন অভিনেতা অনুভব। ইশার অনুরাগীরা অনেকেই বেশ বিরক্ত হয়েছিলেন ইশার কাঁধে হাত দেওয়ার জন্য। তবে এই বিতর্ক বেশ তারিয়ে তারিয়ে উপভোগ করেছিলেন ইশা। বুঝেছিলেন, অনুরাগীদের মধ্যে বাড়ছে তাঁর জনপ্রিয়তা।

   

‘সহবাসে’ এক মিষ্টি জুটির গল্প বলবে, যারা বাড়িতে না জানিয়েই একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়। বিয়ে না করেই একসঙ্গে থাকা, একে অপরের দায়িত্ব নেওয়া, রান্না, খাওয়া খুনসুটি.. সব মিলিয়ে দিব্যি চলছিল গল্পের নীল আর টুসির গল্প। কিন্তু হঠাৎ ঠিক হয় হায়দরাবাদে যেতে হবে নীলকে। বাড়িতে একা টুসি আর হায়দরাবাদে নীল, পরিস্থিতিই কী দুজনের মধ্যে দূরত্ব তৈরি করে দেবে? নাকি পরিবারের হস্তক্ষেপে মিলে যাবে নীল আর টুসির গল্পটা? উত্তর লুকিয়ে বড়পর্দায়।

২০১৯ সালেই এই ছবির শ্যুটিং সারা হয়ে গিয়েছিল এক ছবির। তারপরে লকডাউনের কারণে পিছিয়ে যায় ছবির মুক্তি। অবশেষে ২২ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ইশা সাহা ও অনুভব কাঞ্জিলাল অভিনীত ছবি। ইশা ও অনুভব ছাড়াও এই ছবিতে রয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও সায়নী ঘোষ।

 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular