Saturday, December 6, 2025
HomeEntertainmentPanchabhuj: হলিউড এফেক্টে তৈরি হচ্ছে বাংলার 'পঞ্চভুজ'

Panchabhuj: হলিউড এফেক্টে তৈরি হচ্ছে বাংলার ‘পঞ্চভুজ’

- Advertisement -

শুরু হতে চলেছে স্বল্পদৈর্ঘ্যর ছবি ‘পঞ্চভুজ’ এর শ্যুটিং।এক অনবদ্য ভৌতিক ঘটনা নিয়ে তৈরি হচ্ছে এই ছবি।ডক্টর অরিন্দম বন্দ্যোপাধ্যায়ের প্রযোজনা এবং পরিচালনায় তৈরি হচ্ছে পঞ্চভুজ।ছবির সহকারী পরিচালক হলেন শুভম ঘোষ এবং সৃজিতা রানা। ( Panchabhuj ) সংগীত পরিচালনা করেছেন সাহেব চক্রবর্তী।ছবির চিত্রনাট্য লিখেছেন সুজান দে।

Advertisements

‘মন ফাগুন’ সিরিয়ালের পাওয়া টাকায় প্রেমিকার জন্য গিফট কিনেছিলেন সৃজলা

   

ফিলম্যাজিকের প্রযোজনায় তৈরি হওয়া ৪৬ মিনিটের এই ভৌতিক থ্রিলারটি সাধারণত আমরা যে সমস্ত ভৌতিক ছবি দেখে থাকি,সেই ছবি গুলোর থেকে একদমই আলাদা।গানে রয়েছে হলিউডের ছোঁয়া।

Panchabhuj

মধুমিতার গ্ল্যামারে শুধু টলিস্টার নয় ঘায়েল এই বলিউড অভিনেতারাও

‘পঞ্চভুজ’ সাধারণত একটি ভৌতিক ঘরানার গল্প নয়,তবে এটি এমন একটি প্লট যা একটি আত্মার পুনর্জন্মের উপর ফোকাস করে।যে এই নশ্বর মহাবিশ্ব থেকে মুক্তি পাওয়ার জন্য একটি নশ্বর দেহের সাথে সংযোগ করার চেষ্টা করে।প্লটটি চারটি চরিত্র অনির্বাণ বোস,তার স্ত্রী অনুরাধা বোস,ছেলে অনুরূপ বোস এবং কন্যা শ্রেয়া বোসকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। ( Panchabhuj ) এই তিনটি চরিত্র আত্মার সত্যতা আবিষ্কারের জন্য একটি সমুদ্রযাত্রায় যায়।যারা ক্রমাগত তাদের সাথে অতিপ্রাকৃতভাবে সংযোগ স্থাপনের চেষ্টা করে।এরপর তারা একটি ‘প্ল্যানচেট’ এর ব্যবস্থা করে তাদের লক্ষ্যপূরণ করে এবং এই নশ্বর মহাবিশ্ব থেকে আত্মাকে মুক্ত করে।ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সৃজিতা রানা,অয়ন দেবনাথ,সুনরিতা দে এবং ইন্দ্রনীল চৌধুরী।

Advertisements
- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular