দুই বোনের কাহিনি ‘নার্ভ’ ভয় দেখাবে আপনাকে

movie-Nerve

এপ্রিলে শুরু হতে চলেছে সায়ন বসু চৌধুরীর ছবি নার্ভ।(Nerve) ‘হরর স্টোরি’র পর এটি সায়নের দ্বিতীয় ছবি।সদ্যই হয়ে গেল ছবির লুক টেস্ট।ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন রূপসা মুখোপাধ্যায় এবং অনন্যা গুহ।

দুই বোনের কাহিনি ফুটে উঠবে এই ছবিতে।ছবির একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন ঈশান মজুমদার।এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অক্ষয় গুপ্তা।এই ছবির মাধ্যমে ডেবিউ করতে চলেছেন তিনি।এছাড়া ও ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন বুদ্ধদেব ভট্টাচার্য, সাথী মুখোপাধ্যায় এবং শুভজিৎ আদগিরি।ছবির ডি ও পি রফিকুল ইসলাম।ছবির সংগীত পরিচালনা করেছেন অমিত মিত্র।ছবিতে রূপসা অভিনয় করছেন সম্রাগীর চরিত্রে এবং ঋত্বিকার চরিত্রে অভিনয় করছেন অনন্যা।

   

ছবিতে দেখা যাবে,ছবির লুক টেস্টে দেখা যাচ্ছে,ঋত্বিকাকে হুইল চেয়ারে বসে থাকতে।তিনি হাঁটতে পারেননা।প্যারালাইসিস হয়েছে ঋত্বিকার।ঋত্বিকাকে দেখাশোনা করে তাঁর দিদি সম্রাগী।ঋত্বিকা ভালোবাসে দেব অর্থাৎ অক্ষয় অভিনীত চরিত্রটিকে।এরপর ঋত্বিকা কি সুস্হ হয়ে উঠতে পারবে,দেব কি আসবে ঋত্বিকার জীবনে?নাকি ঋত্বিকা সুস্থ হয়ে না ওঠার কারণে দেব ছেড়ে চলে যায় ঋত্বিকাকে,তা জানতে হলে ছবির ট্রেলার মুক্তির জন্য অপেক্ষা করতেই হবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন