Somlata Acharyya: বাংলার রকস্টার সোমলতা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

বর্তমানে বাংলা সংগীত জগতে অন্যতম জনপ্রিয় গায়িকা সোমলতা আচার্য (Somlata Acharyya)। শুধু গায়িকা নয় পাশাপাশি বাংলার রকস্টার বলা যায় তাঁকে। কারণ তিনি তাঁর রক গানের জন্যই বিখ্যাত। তাঁর প্রতিভা নিয়ে নতুন করে বলার কিছু নেই।

Viral Photo Alert: Bengali Rockstar Somlata Acharyya's Stunning Picture Breaks the Internet

short-samachar

বর্তমানে বাংলা সংগীত জগতে অন্যতম জনপ্রিয় গায়িকা সোমলতা আচার্য (Somlata Acharyya)। শুধু গায়িকা নয় পাশাপাশি বাংলার রকস্টার বলা যায় তাঁকে। কারণ তিনি তাঁর রক গানের জন্যই বিখ্যাত। তাঁর প্রতিভা নিয়ে নতুন করে বলার কিছু নেই।

   

সোমলতা আচার্যের গানে মুগ্ধ গোটা বাংলা। সংগীতের প্রতি তাঁর ভালোবাসা ছিল ছোটবেলা থেকে মাত্র 9 বছর বয়সে পন্ডিত বিরেশ রায়ের কাছে ভারতীয় শাস্ত্রীয় সংগীতে প্রশিক্ষণ নিতে শুরু করেন তিনি। গানের পাশাপাশি কলকাতাঁর আশুতোষ কলেজে মনোবিজ্ঞান বিষয়ে শিক্ষকতা করেন তিনি। শিক্ষা এবং গানকে বরাবরই সমান্তরাল রেখেছেন তিনি। গোটা বাংলা জুড়ে রয়েছে তারা অভিনীত ভক্ত বাংলার বিভিন্ন প্রান্তে একাধিক অনুষ্ঠান করেন তিনি আর সেই অনুষ্ঠান দেখতে ভিড় জমান তরুণ প্রজন্ম।

অন্যদিকে তাঁর রূপের ভক্ত অনেকেই। ৩০এর গণ্ডি পেরোলেও তিনি একইভাবে তাঁর রূপ ধরে রেখেছেন এটা সকলকেই অবাক করে। খোলা চুলে রক পারফরমেন্স সকলকে এক অন্য জগতে নিয়ে যায়। তাই সোমলতা আচার্যের অনুষ্ঠান মানে সাধারন ভাবেই ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় প্রশাসনকে। অন্যদিকে গায়িকা মাঝেমধ্যেই তাঁর বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করে নেন সমাজ মাধ্যমের পাতায়।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Somlata Acharyya Chowdhury (@somlataacharyyachowdhury)

সম্প্রতি, সেরকমই একটি ছবি প্রকাশে এসেছে। সেখানে দেখা যাচ্ছে খোলা চুলে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন তিনি, তাঁর পরনে রয়েছে কাফতান কুর্তি। ছবিটি ইতিমধ্যে সকলের মন ছুয়ে দিয়েছে।