ইতিহাস গড়ে অস্কারের দৌড়ে প্রথম বাংলা ছবি ‘পুতুল’

কলকাতা: ইতিহাস গড়ে অস্কারের দৌড়ে ঢুকে পড়ল ‘পুতুল’৷ প্রথম বাংলা ছবি হিসাবে এই কৃতিত্ব অর্জন করল ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি৷ ‘দ্য অ্যাকাডেমি অফ…

Bengali movie Putul enter Oscars race

কলকাতা: ইতিহাস গড়ে অস্কারের দৌড়ে ঢুকে পড়ল ‘পুতুল’৷ প্রথম বাংলা ছবি হিসাবে এই কৃতিত্ব অর্জন করল ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি৷ ‘দ্য অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স অ্যান্ড সায়েন্সেস’-এর তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে জ্বলজ্বল করছে ‘পুতুল’-এর নাম। অস্কারে ‘বেস্ট পিকচার’ নমিনেশনে এই প্রথম জায়গা করে নিল কোনও বাংলা ছবি৷ এর আগে নমিনেশন পেয়েছিল এই ছবির একটি গান ‘ইতি মা’৷ গানটি গেয়েছিলেন ইমন চক্রবর্তী৷ তবে অস্কারের দৌড় থেকে ছিটকে যায় ‘ইতি মা’। এবার দেখার পালা অস্কার ঘরে আনতে পারে কিনা ‘পুতুল’৷ (Bengali movie Putul enter Oscars race)

Advertisements

৩২৩ টি ছবি বেছে নেওয়া হয়েছে Bengali movie Putul enter Oscars race

অ্যাকাডেমি পুরষ্কারের যোগ্য হিসাবে মোট ৩২৩ টি ছবি বেছে নেওয়া হয়েছে। এর মধ্যে ‘বেস্ট পিকচার’ ক্যাটাগরিতে রয়েছে ২০৭ টি ছবি। তার মধ্যে রয়েছে ইন্দিরার ‘পুতুল’৷ মঙ্গলের সকালে সুখবর আসতেই খুশির হাওয়া টলিউডে। উচ্ছ্বসিত ছবির পরিচালক। তিনি এই সাফল্যকে বাংলা ছবির জয় হিসাবেই উল্লেখ করেছে। আগামী ৮ জানুয়ারি থেকে শুরু হবে ছবির নির্বাচন। চলবে !’ তারিখ পর্যন্ত৷ ফলে এখন শুধুই সময়ের অপেক্ষা৷ 

Advertisements

অস্কারের দৌড়ে সামিল হয়েছিল ‘ইতি মা’ Bengali movie Putul enter Oscars race

এর আগে তীরে এসে তরী ডোবে৷ নবাগতা পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায়ের পরিচালিত ‘পুতুল’ ছবির গান ‘ইতি মা’ অস্কারের জন্য মনোনয়নও পেলেও, পুরস্কার জিততে পারেনি। ইমন জানিয়েছিলেন, অস্কারের প্রথম ১৫-তে থাকতে পারল না ‘ইতি মা’। অস্কারের ইঁদুর দৌঁড় থেকে ‘ইতি মা’ ছিটকে গেলেও গর্বিত পুতুলের পরিচালক বলেছিলেন, অস্কারের মঞ্চে ‘ইতি মা’ পৌঁছতে পেরেছে, এটাই পুতুলের টিমের কাছে বিরাট প্রাপ্তি। লক্ষ লক্ষ গানের মধ্যে ‘ইতি মা’ জায়াগা পাওয়ায় আমরা খুশি। টপ ৭৯-এ পৌঁছনোর পর ছিটকে যায় পুতুলের ‘ইতি মা’৷ 

Entertainment: Patul, directed by Indira Dhar Mukherjee, becomes the first Bengali film to enter the Oscars race. Listed by ‘The Academy of Motion Picture Arts and Sciences’, it secures a Best Picture nomination.