Fatfati: বর্ষশেষের দিনই বাংলায় হবে ‘ফাটাফাটি’!

A still from the trailer of the Bengali movie 'Fatfati'

বর্তমানে টলি পাড়ার ব্যোমকেশ হিসেবে অভিনেতা আবির চট্টোপাধ্যায় এর নাম সবার প্রথমেই। তবে শুধু ব্যোমকেশ নয় পাশাপাশি একাধিক বার ফেলুদা চরিত্রে অভিনয় করেছেন তিনি। সেই সমস্ত ছবি আমাদের সকলের অন্তরে দাগ কেটে গেছে। তবে শুধু শিশুদের জন্য ছবি নয়, পাশাপাশি বিভিন্ন কমার্শিয়াল ছবি তো নিজের অভিনয় দক্ষতা দেখিয়েছেন অভিনেতা। তাঁর অভিনীত বোঝেনা সে বোঝেনা সিনেমা আমাদের সকলের মনের অনেক কাছের।

অন্যদিকে সম্প্রতি প্রফেসর সুবর্ণা সেনের লুকে ঘায়েল মেয়েরা। সব মিলিয়ে এক কথা বলা চলে অভিনেতা আবি চট্টোপাধ্যায়ের জনপ্রিয়তা এখন শীর্ষে। তবে শুধু অভিনয় নয়, পাশাপাশি জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো সারেগামাপার মঞ্চে সঞ্চালকের ভূমিকায় দেখা যায় তাঁকে।

   

আর এবার আবারো সিনেমা হলে মুক্তি পেতে চলেছে আবির চট্টোপাধ্যায় অভিনীত ‘ফাটাফাটি’ ছবি। তবে শুধু তিনি একা নন একই সাথে দেখা যাবে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীকে। তাঁর অভিনয় দক্ষতা নিয়ে নতুন করে বলার কিছু নেই, অভিনের পাশাপাশি তাকে দেখা যায় বিভিন্ন মডেলিং শোতে প্রতিযোগী হিসেবে। আর এবার আবির চট্টোপাধ্যায়ের সাথে এক পর্যায়ে দেখা যাবে অভিনেত্রীকে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Windows Production (@windowsproduction)

ইতিমধ্যে ছবির একটি গান প্রকাশে এসেছে যা দর্শকদের মনে জায়গা করে নিয়েছে সহজেই। আর এবার উইন্ডোজ প্রোডাকশনের তরফ থেকে এলো সুখবর। প্রযোজনা সংস্থার ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে জানানো হয়েছে, আগামী ১৪ই এপ্রিল মুক্তি পেতে চলেছে ছবির ট্রেলার। পরিচালক অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত ‘ফাটাফাটি’ যে আবারও দর্শকদের মনে জায়গা করে নেবে, তাই ইতিমধ্যে স্পষ্ট বোঝা যাচ্ছে পোস্টটির কমেন্ট সেকশন দেখে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন