সময়ের আগেই সুখবর দিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়

দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। পোস্ট করে সেকথা জানিয়েছিলেন সকলকে। এরপর ইন্দোনেশিয়ার বালিতে দিনকয়েকের বেবিমুন কাটিয়ে আসেন তারা। সুখবর শুভশ্রীর…

সময়ের আগেই সুখবর দিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়

দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। পোস্ট করে সেকথা জানিয়েছিলেন সকলকে। এরপর ইন্দোনেশিয়ার বালিতে দিনকয়েকের বেবিমুন কাটিয়ে আসেন তারা। সুখবর শুভশ্রীর সংসারে।

গর্ভাবস্থা উপভোগ করতে চান অভিনেত্রী, একথা আগেই জানিয়েছেন তিনি। এই সময়ে তাকে প্যাম্পার করছেন রাজ। সন্তানের কারণে আপাতত শ্যুটিং থেকে খানিক দূরে সরে ছিলেন অভিনেত্রী। বেশ কিছুদিন ধরেই শুভশ্রীর প্রযোজনা সংস্থার কথা শোনা গিয়েছিল।

আগামী বছর প্রযোজনা সংস্থা শুরু হবে তার। ‘সিকাবা হাউজ’ নামে তাঁর নিজস্ব প্রযোজনা সংস্থা খুলতে চলেছেন। ইতিমধ্যেই রাজ চক্রবর্তী প্রযোজিত ‘আবার প্রলয়’-এর হাত ধরে প্রযোজনায় হাত দিয়েছেন তিনি।subhashree with her son

Advertisements

তিনি জানিয়েছেন , শাশুড়ি মা ও রাজের ইচ্ছে বরাবরই ছিল অভিনয়ের পাশাপাশিও অন্যকিছু করুক শুভশ্রী। সেই কারণেই প্রযোজক হিসেবে পদক্ষেপ। অন্যরকম কিছু কাজ করার পাশাপাশি নবাগতদের সুযোগ দেওয়ার‌ ইচ্ছেপ্রকাশ করেন তিনি ।চলতি বছর সেপ্টেম্বর মাসেই সংস্থার কাজ শুরু হবে।

সম্প্রতি মহানায়ক উত্তম কুমার সম্মান পেয়েছেন শুভশ্রী। সেই পুরস্কার পাওয়া থেকেই নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন। কেউ বলেছেন ,’আপনি কি আদৌও এর যোগ্য?’কেউ আবার বলেছেন, ‘ভাগ্যিস মহানায়ক বেঁচে নেই’। তবে বরাবরই সমালোচনা ভালোবাসেন শুভশ্রী। কটাক্ষ সরিয়ে জীবনকে উপভোগ করতে তিনি।