HomeEntertainmentSubhashree Ganguly: জীবনে প্রথম স্কুল যাচ্ছে ছোট্ট ইভান, ছবি শেয়ার করলেন শুভশ্রী

Subhashree Ganguly: জীবনে প্রথম স্কুল যাচ্ছে ছোট্ট ইভান, ছবি শেয়ার করলেন শুভশ্রী

- Advertisement -

একজন মায়ের কাছে তার সন্তান বড় উপহার থেকে কম কিছু নয়। তুই সেই কারণে দশ মাস গর্ভে ধারণ থেকে শুরু করে আমৃত্যু লালন পালন করে বড় করে তোলেন সন্তানকে। আর সন্তানে কিসে মঙ্গল হয় সেই দিকেই নজর রাখেন বাবা মা। অন্যদিকে সন্তানের প্রথম স্কুলের দিন প্রতিটি বাবা মায়ের কাছেই পরম আনন্দের।

সাধারণ মানুষ থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রী সকলের ক্ষেত্রেই এটি প্রযোজ্য। সম্প্রতি সমাজ মাধ্যমের দৌলতে ঠিক সেরকমই একটি মুহূর্ত প্রকাশে এসেছে সেখানে দেখা যাচ্ছে বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly) তার ছেলের একটি ছবি শেয়ার করেছেন ভক্তদের সাথে। আর সেই ছবিতেই দেখা গিয়েছে স্কুলের ইউনিফর্ম পড়ে দাঁড়িয়ে আছে ছোট্ট ইয়ভান।

   

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real)

আমরা যারা অভিনেত্রীকে চিনি তারা সকলেই জানে নিজের ছেলের প্রতি কতটা স্নেহশীল অভিনেত্রী। সেই কারণেই একটা ছেলের যে কোন মুহূর্ত তিনি ভক্তদের সাথে ভাগ করে নেন। আর এবারেও তার অন্যথা হয়নি। অনেকেই অভিনেত্রীকে মা হিসাবে দিয়েছেন দশে দশ। কারণ তিনি মা হিসাবে সমস্ত দায়িত্ব পালন করেছেন। অভিনয় জগতের পাশপাশি অভিনেত্রী যে পারিবারিক জীবনেও ঠিক একই ভাবে সফল তা তাঁর বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট দেখেই বোঝা যায়। এক সাক্ষাৎকারে তিনি নিজেই বলেছিলেন, “একজন মায়ের কাছে তাঁর সন্তান সব কিছু”।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular