বাংলার জনপ্রিয় নায়িকা রুক্মিণী মৈত্র (Rukmini Moitra) দেখা যেতে চলেছে এক নতুন ভূমিকায়। রাজকমল মুখোপাধ্যায়ের পরিচালনায় দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারসের এর প্রযোজনায় আসতে চলেছে নতুন ছবি “বিনোদিনী একটি নটীর উপাখ্যান”। এই ছবিটি গড়ে উঠেছে বিখ্যাত অভিনেত্রী নটীবিনোদিনীর জীবনের গল্প অনুসারে।
গতকাল অভিনেতা দেব তার টুইটারে একটি পোস্ট করেন কিছুটা সাসপেন্স রেখে। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারসের তরফে সোমবার দুপুর ১১টায় আসতে চলেছে নতুন চমক একথা নিজেই টুইটারে ঘোষণা করেছিলেন দেব। আর যেমন কথা তেমন কাজ। সকাল ১১ টা নাগাদ এই সিনেমার প্রথম টিজার প্রযোজনা সংস্থা এবং অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় দেখা গেল।
শোনা যায়, যে ছবি পরিচালক রাজকমল মুখোপাধ্যায় এই ছবির পরিকল্পনা করেছিলেন ২০১৯ সালে, কিন্তু অতিমারির কারণে তা হয়ে ওঠেনি। তাই গোটা দু বছর পর করোনা মহামারী অতিক্রম করে এই ছবি প্রকাশ হতে চলেছে। এখনো পর্যন্ত ছবিটির রিলিজ হওয়া তারিখ প্রকাশ্যে আনেননি কেউ।
বাংলার দর্শক অভিনেত্রীকে নতুন ভূমিকায় দেখার জন্য বড়ই আগ্রহী।